1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাসস্থান সংকট মোকাবিলায় মডিউলার নির্মাণের চাহিদা

২৭ মার্চ ২০২৩

বিশ্বের অনেক প্রান্তে বাসস্থানের সংকট মারাত্মক আকার ধারণ করছে৷ জার্মানিতে সেই সমস্যা মেটাতে আগে থেকে প্রস্তুত করা মডিউল কাজে লাগানো হচ্ছে৷ বাভেরিয়ার এক কোম্পানি সেই কাজে বিশেষ দক্ষতা দেখাচ্ছে৷

https://p.dw.com/p/4PHdW
মডিউল দিয়ে তৈরি করা ভবন
মডিউল দিয়ে তৈরি করা ভবনছবি: imago stock&people

ইস্পাত ও কংক্রিটের তৈরি এই মডিউলের মধ্যে অদূর ভবিষ্যতেই এক ছাত্র বাস করবেন৷ এমন ৫০০ মডিউল দিয়ে ছাত্রদের হস্টেল তৈরি করা হচ্ছে৷ ইঁট-কাঠ-পাথর দিয়ে নির্মাণ নয়, বরং মডিউল জুড়ে সেই উদ্যোগ কার্যকর করা হচ্ছে৷ ফলে প্রচলিত নির্মাণের তুলনায় দ্বিগুণ গতিতে ভবনটি চূড়ান্ত রূপ পাচ্ছে৷

বার্লিনের সেই সাইটে শেষ মডিউলগুলি আনা হচ্ছে৷ এক একটির ওজন প্রায় ৩০ টন৷ বাভেরিয়ার এক কারখানা থেকে ট্রাকে করে সেগুলি পাঠানো হচ্ছে৷ বিপিডি নামের আবাসন কোম্পানি বছর পাঁচেক আগে নির্মাণের এই কৌশল গ্রহণ করেছিল৷ কোম্পানির কর্ণধার আলেক্সান্ডার হাইনৎসমান বলেন, ‘‘সহজে এবং দ্রুত আবাসন সৃষ্টি করার চ্যালেঞ্জ আরও তীব্র হয়ে উঠেছে৷ সেই লক্ষ্যে মডিউলার নির্মাণ কৌশল অন্যতম সমাধানসূত্র৷ গোটা জার্মানিতেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে৷ আমার মতে, গত কয়েক বছরে এ ক্ষেত্রে বিশাল উন্নতি ঘটেছে, মানও অনেক বেড়ে গেছে৷ ফলে আমরা একেবারে ভিন্ন ধরনের ভবনের ক্ষেত্রেও এই কৌশল প্রয়োগ করতে পারছি৷''

শ্রমিকরা মডিউলের জন্য জমির ভীত প্রস্তুত করছেন৷ তার উপর মডিউল বসানো হবে৷ কয়েক মিনিটের মধ্যেই ভবনে একটি বাড়তি ঘর যোগ হলো৷ অবিলম্বে সেটির মধ্যে প্রবেশ করা যেতে পারে৷

ঘরের ভেতরে নজর দিলে দেখা যাবে, যে মডিউলের মধ্যে পানি ও হিটিংয়ের পাইপ এবং কেবেলও আগে থেকে বসানো রয়েছে৷ কারখানায় প্রস্তুতির পর ভবনের সঙ্গে সেগুলি সংযুক্ত করলেই কাজ শেষ৷ ঘরও প্রস্তুত৷ শাওয়ার, টয়লেট, আলমারি, খাট, পড়ার টেবিল, ইন্টারনেট সংযোগ আগে থেকেই বসানো আছে৷ নির্মাণের কম শব্দের কারণে প্রতিবেশীদেরও বেশি বিরক্ত হতে হয় না৷ প্রকল্পের নিয়ন্ত্রণ টিমের সদস্য মারিয়া ক্যোলার বলেন, ‘‘মডিউলের ভেতরে কাজের সময়েও অনেক কম শব্দ হয়৷ কাটাছেঁড়া, গর্ত করার কোনো প্রয়োজন নেই৷ সব কাজ আগেই হয়ে গেছে৷''

বাভেরিয়ার লেশনার গ্রুপ কোম্পানির কারখানায় মডিউলগুলি তৈরি করা হয়৷ সেই লক্ষ্যে নির্দিষ্ট ছাঁচে সিমেন্ট ঢালা হয়৷ চার ঘন্টা পর সিমেন্ট শক্ত হয়ে গেলে মডিউলের কাঠামো ছাঁচ থেকে বার করে নেওয়া হয়৷

জার্মানিতে বাসস্থান নির্মাণে মডিউলের কার্যকারিতা

২০১৬ সাল থেকে এই কোম্পানি দ্রুত নির্মাণের এই কৌশলের লক্ষ্যে বিশাল বিনিয়োগ করে আসছে৷ পৌর কর্তৃপক্ষ ও আবাসন কোম্পানিগুলির চাহিদাও বেড়ে চলেছে৷ লেশনার গ্রুপের কর্ণধার সেবাস্টিয়ান লেশনার বলেন, ‘‘যখনই বাসস্থানের অভাব প্রকট হয়েছে, তখনই প্রি-ফ্যাব্রিকেশনের পদক্ষেপগুলি বাড়তি গুরুত্ব পেয়েছে৷ ইতিহাস ঘাঁটলে এমন প্রবণতার অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে৷ যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনটা ঘটেছিল৷ জার্মানির পুনরেকত্রিকরণের পরেও পূর্বাঞ্চলে বাসস্থান গড়ার চাপ বেড়ে গিয়েছিল৷ এখনো জার্মানির ফেডারেল সরকার বাসস্থান গড়ার জন্য অনেক চাপ দিচ্ছে৷''

কারখানার প্রোডাকশন লাইনে ছাঁচে ঢেলে তৈরি করা মডিউলগুলির বাকি কাজ করা হয়৷ ইলেকট্রিশিয়ানরা কেবেল লাগান, কলের মিস্ত্রি পাইপ বসান৷ তারপর মেঝে আর দেওয়ালের কাজ হয়৷ দিনে পাঁচটি করে মডিউল পুরোপুরি প্রস্তুত করা হয়৷ কারখানায় সবাই একসঙ্গে হাত লাগান বলে কাজ খুবই দ্রুত হয়৷ লেশনার গ্রুপের প্রযুক্তি বিভাগে প্রধান মার্টিন লেশনার বলেন, ‘‘প্রচলিত নির্মাণের সাইটে ইলেকট্রিশিয়ান এসে তার কাজ শেষ করে, তারপর প্লাম্বার তার কাজ করে৷ ফলে বাকিদের অপেক্ষা করতে হয়, অনেক সময় নষ্ট হয়৷ আমাদের এখানে মিস্ত্রীরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেন৷''

এমন একক মানদণ্ডের আরেকটি সুবিধাও রয়েছে৷ বেশি সংখ্যার বিশেষজ্ঞ কর্মীর প্রয়োজন হয় না৷ এমনকি আনাড়িরাও পুনরাবৃত্তির কাজ চট করে শিখে নিতে পারে৷ ফলে কোম্পানি কম শ্রমিক কাজে লাগিয়ে আরও বেশি উৎপাদন করতে পারছে৷

আবার বার্লিনে ফেরা যাক৷ ৪৫৩ ঘরের ছাত্রদের হোস্টেল প্রস্তুত হয়ে গেছে৷ এক বছরের নির্মাণকাজের পর গ্রীষ্মে ছাত্রছাত্রীরা সেখানে বাস করতে পারেন৷

ফাবিয়ান ডিটমান/এসবি