1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাল্যবিবাহ ধর্ষণের নামান্তর

আরাফাতুল ইসলাম৯ অক্টোবর ২০১৪

বাল্যবিবাহের প্রতিবাদে গোটা বিশ্বেই চলছে প্রচারণা৷ তাসত্ত্বেও থেমে নেই এই চর্চা৷ বরং প্রতি দুই সেকেন্ডে হচ্ছে একটি বাল্যবিবাহ৷ সম্প্রতি বাংলাদেশ সরকারের এক পরিকল্পনা ক্ষিপ্ত করেছে অনেককে৷ টুইটারে চলছে প্রতিবাদ৷

https://p.dw.com/p/1DSYf
Afghanistan Frauen Moral Gefängnis
প্রতীকী ছবিছবি: picture-alliance/AP Photo

বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ১৬ করার চিন্তাভাবনা করছে সরকার৷ এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেয়া হয়নি৷ তবে টুইটারে শুরু হয়ে গেছে প্রতিবাদ৷ বাল্যবিবাহ বিরোধী বিভিন্ন প্রচারণার সঙ্গে যুক্ত হয়েছে এই বিষয়টি৷

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ফেলিম কাইন টুইটারে লিখেছেন, বাংলাদেশ মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ করতে চাইছে৷ তিনি মনে করেন, এটা হবে ‘আর্থ সামাজিক বিপর্যয়৷'

প্রসঙ্গত, মেয়েদের বিয়ের বয়স কমানোর চিন্তাভাবনার পাশাপাশি বাল্যবিবাহের শাস্তি দু'বছরের কারাদণ্ড করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ দ্য ডেইলি স্টার পত্রিকা কয়েকদিন আগে টুইটারে সেখবর প্রকাশ করে৷

বাল্যববিবাহ প্রসঙ্গে থমসন রয়টার্স ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য টুইটারে শেয়ার করেছেন অনেকে৷ এতে বলা হয়েছে, বিশ্বে প্রতি দুই সেকেন্ডে ১৮ বছরের কমবয়সি এক মেয়ের বিয়ে হচ্ছে৷ আর গোটা বিশ্বের বসবাসরত বালিকা বধূদের পঞ্চাশ শতাংশই বাস করছেন দক্ষিণ এশিয়ায়৷

নরওয়েতে বাল্যবিবাহ!

বাল্যবিবাহ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শিশু অধিকার বিষয়ক উন্নয়ন সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল৷ তাদের এই প্রচারণার অংশ হিসেবে নরওয়ের এক অল্প বয়সি মেয়ের ছবি টু্ইট করা হয়েছে টুইটারে৷ বলা হচ্ছে মেয়েটি বাল্যবিবাহের শিকার! তবে প্রকৃত ঘটনা অন্য৷

বলাবাহুল্য, বাল্যবিবাহ নিয়ে গোটা বিশ্বেই বিভিন্ন রকম প্রচারণা চলছে৷ টুইটারেও রয়েছে সেসবের নমুনা৷ সিরিয়ার শরণার্থী মেয়েদের চোখে বাল্যবিবাহ কেমন, তা ফুটে উঠেছে নীচের ছবিগুলোতে৷ এগুলো এঁকেছেন তাঁরা নিজেরাই৷

উল্লেখ্য, বাংলাদেশ এবং নাইজারের সত্তর শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৮ বছর পার হওয়ার আগেই৷ আমাদের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন এক ব্লগে জানিয়েছেন, এখন সরকার বিয়ের বয়স কমিয়ে দিলে বাল্যবিবাহের এই হার বদলে যাবে৷ ফলে আন্তর্জাতিক অঙ্গনে এক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন হবে৷ কিন্তু ক্ষতিটা হবে মেয়েদেরই, মনে করেন স্বপন৷