1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে চালু হচ্ছে প্রথম আরবি রেডিও

১৭ নভেম্বর ২০১৯

স্থানীয় মিডিয়া কাউন্সিল জানিয়েছে আরবি ভাষায় রেডিও চালু হলে জার্মানির রাজধানীর বৈচিত্র্যে আরেকটি পালক যোগ হবে৷ ২০টিরও বেশি দেশ থেকে আসা আরবিভাষী মানুষের বাস বার্লিনে৷

https://p.dw.com/p/3TBAA
Araber in Berlin
ছবি: Getty Images/S. Gallup

আরবি ভাষার রেডিও চালু হলে বার্লিনের অন্তত এক লাখ শ্রোতার কাছে তা সহজই পৌঁছে যেতে পারবে বলে ধারণা করা হচ্ছে৷ বার্লিনের এমএবিবি মিডিয়া কাউন্সিল এবং পাশের রাজ্য ব্রান্ডেনবুর্গ ১৪ নভেম্বর এ রেডিও চালুর ঘোষণা দেয়৷

মূলত লাইফস্টাইল, সংস্কৃতি, সংবাদ, কমেডি এবং খেলা সংক্রান্ত নানা অনুষ্ঠান প্রচার করা হবে এই রেডিওতে৷ পাশাপাশি প্রচার করা হবে আরবি ফোক মিউজিক, পপ এবং আধুনিক গানও৷

এনআইবিবি মিডিয়া কাউন্সিলের প্রধান হান্সইয়ুর্গেন রোসেনবাউয়ার মনে এই উদ্যোগ রেডিও জগতে ‘বৈচিত্র্য' আনবে৷ তিনি বলেন, ‘‘ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন ও অ্যামেরিকার নানা অনুষ্ঠানের পাশাপাশি এখন আরব জনগণের জন্যও আমরা অনুষ্ঠান প্রচার করবো৷''

বার্লিনে ১৯৬০ এবং ৭০ এর দশক থেকেই আরব জনগোষ্ঠী বেশ বড় আকারে রয়েছে৷ তৎকালীন পশ্চিম জার্মানি বিশ্বযুদ্ধ পরবর্তী দেশ গড়ার কাজে সহায়তা নিতে মরক্কো থেকে বিপুল সংখ্যক ‘অতিথি কর্মী' নিয়ে আসে৷ ১৯৮০ ও ৯০ এর দশকে লেবাননে গৃহযুদ্ধের ফলে জার্মানি পালিয়ে আসেন প্রচুর লেবানিজ ও ফিলিস্তিনি৷

২০০০ পরবর্তী ইরাক যুদ্ধ এবং ২০১৫ সাল থেকে চলা শরণার্থী সংকটে সিরিয়া থেকেও এসেছেন প্রচুর আরবিভাষী মানুষ৷

২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী বার্লিনে ২০টি দেশ থেকে আসা এক লাখ ৩৩ হাজার আরবিভাষী মানুষ বাস করেন জার্মানির রাজধানীতে৷ সেখানকার মোট জনসংখ্যার চার শতাংশ আরবিভাষী৷

চেস উইন্টার/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান