1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ে ওয়ে’কে নিয়ে ছবি

১২ ফেব্রুয়ারি ২০১২

বার্লিন এখন যেন এক লাল গালিচা বিছানো চলচ্চিত্র অঙ্গন৷ আর প্রতিদিনই সেই লাল গালিচা সুশোভিত করছেন বিশ্বের নানা দেশ থেকে আসা ভক্তদের প্রিয় নায়ক-নায়িকারা৷ চীনা শিল্পী আই ওয়ে ওয়ে'কে নিয়ে তৈরি একটি ছবিও রয়েছে বার্লিনালেতে৷

https://p.dw.com/p/1428p
ছবি: picture-alliance/dpa

‘‘আমি যখন প্রথম এখানে লোকের ভিড় দেখি যে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছবি দেখার জন্য টিকেট নিচ্ছে, এটা আসলে অবিশ্বাস্য৷ এই অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না৷ আমি ছবি দেখি নিয়মিত যেহেতু ছবি জগতের সাথে আমার একটা যোগাযোগ আছে, কিন্তু এখানে এসে আমি যে ছবিপ্রেমিকদের দেখেছি সেটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে৷'' ৬২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে আসা ছবি নির্মাতা হামেদ কিবরিয়ার এমন মন্তব্য কিছুটা হলেও ধারণা দিতে পারে ৯ থেকে ১৯শে ফেব্রুয়ারি বার্লিনের চেহারাটা কেমন হতে পারে৷ প্রতিদিনই টিকেট বিক্রির জায়গাগুলোতে যেমন ছবিপ্রেমিকদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, একইসাথে ছবি শুরুর আগে ও পরে প্রিয় নায়ক-নায়িকাদের এক নজর দেখতে, তাদের ক্যামেরাবন্দি করতে কিংবা অটোগ্রাফ নিতে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় থাকতে দেখা যাচ্ছে হাজার হাজার ভক্তকে৷

Flash-Galerie Wochenrückschau 2011 KW 16
চীনা শিল্পী ও মানবাধিকার কর্মী আই ওয়ে ওয়েছবি: AP

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার ভক্তরা একটু কাছে থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এবারের বার্লিনালের অন্যতম সেরা ফেভারিট শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং অ্যাঞ্জেলিনা জোলিকে৷ জার্মানরাসহ বিশ্বের নানা দেশ থেকে আসা আবাল, বৃদ্ধ, বনিতা সবার দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রতীক্ষার পালা চোখে পড়ার মতো৷ এদিকে, মাইনাস ১২ ডিগ্রি তাপমাত্রায় পথের ধারে দাঁড়িয়ে থেকে হিম হয়ে যাওয়ার অবস্থায় আয়োজকদের দেখা গেছে ছবি ভক্তদের মাঝে চা-কফি সরবরাহ করতে৷ আর তারকারা এসে হাজির হলেই তাঁদের নাম ধরে চিৎকারের ঢেউ শুনেই বোঝা যায় ভক্তদের আবেগভরা ভালোবাসা ও উচ্ছাসের মাত্রা৷

শনিবার বার্লিনালেতে বিশেষ আকর্ষণ ছিল পরিচালক হিসেবে হলিউড তারকা জোলির প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অফ লাভ অ্যান্ড হানি'৷ দেখানো হয়েছে পরিচালক ফারহান আখতারের ‘ডন -  দ্য কিং ইজ ব্যাক'৷ এছাড়া জার্মান পরিচালক ক্রিস্টিয়ান পেৎসোল্ড এর ছবি ‘বারবারা'৷ ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নিনা হোস এবং নায়ক মার্ক ভাশকে৷

যাহোক, ছবি শেষে বার্লিনে হাজির প্রিয় ভক্তদের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে ভোলেননি বিনয়ী বলিউড তারকা শাহরুখ৷ শাহরুখ এবং প্রিয়াঙ্কা দু'জনেই বার্লিনালের পরিচালক ডিটার কসলিকসহ জার্মান তারকাদের ডন ছবির বেশ কিছু কথোপকথন শেখানোর চেষ্টা করেন৷ ভক্তদের উদ্দেশ্যে শাহরুখ বলেন, ‘‘আমি খুব সততার সাথে বলতে চাই যে, বার্লিনে আমি যে উষ্ণ ভালবাসা, ভালোলাগা এবং আনন্দ পেয়েছি তা আমার ছবি জগতে বিচরণের ক্ষেত্রে আর কোথাও পাইনি৷ এজন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ৷''

আজ রবিবার উৎসবের চতুর্থ দিনে যেসব ছবি দেখানো হচ্ছে সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য অস্ট্রীয় পরিচালক ইউলিয়ান রোমান পোলজলারের ‘ডি ভান্ড' অর্থাৎ দেয়াল, চীনা শিল্পী ও মানবাধিকার কর্মী আই ওয়ে ওয়ে'কে নিয়ে তৈরি মার্কিন পরিচালক অ্যালিসন ক্লেম্যান এর ছবি ‘আই ওয়ে ওয়ে : নেভার সরি' এবং জাপানের পরিচালক ফুনাহাশি আটসুশি'র তৈরি ‘নিউক্লিয়ার ন্যাশন'৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, বার্লিন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য