1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজকেনিয়া

বার্লিন ম্যারাথনে আবার কিপচোগের বিশ্বরেকর্ড

২৬ সেপ্টেম্বর ২০২২

নিজেকে পিছনে ফেলে আবার ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়লেন এলিউড কিপচোগে৷ এবার চার বছর আগের চেয়ে ৩০ সেকেন্ড কম সময় নিয়ে বার্লিন ম্যারাথনকে আরো স্মরণীয় করেছেন কেনিয়ার অ্যাথলেট৷

https://p.dw.com/p/4HL0C
Eliud Kipchoge gewinnt Berlin Marathon
ছবি: Christoph Soeder/AP

পুরুষদের ম্যারাথনে দু' বারের অলিম্পিক চ্যাম্পিয়ন কিপচোগে বার্লিনের আসরে বরাবরই ফেভারিট৷ রবিবার করোনা মহামারির শুরুর পর প্রথম স্বাস্থ্যবিধির কড়াকড়িমুক্ত এ আয়োজনে তিনি দৌড় শেষ করেছেন দু ঘণ্টা এক মিনিট নয় সেকেন্ডে (২: ০১: ০৯)৷ আগের বিশ্বরেকর্ডটিও বার্লিনেই গড়েছিলেন কিপচোগে৷

১৫৭টি দেশের ৪৫ হাজার ৫২৭ জন প্রতিযোগীর মধ্যে তার প্রথম হওয়া বলতে গেলে নিশ্চিতই ছিল, কারণ, এ নিয়ে চতুর্থবারের মতো বার্লিন ম্যারাথন জিতলেন কিপচোগে৷

তার চেয়ে প্রায় পাঁচ মিনিট পরে দৌড় শেষ করে রূপা জিতেছেন আরেক কেনিয়ান মার্ক কোরির৷ দুই ঘণ্টা ১৫ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় সেরা হয়েছেন ইথিওপিয়ার টিগিস্ট আসেফা৷

এতদিন চারবার জিতে বার্লিন ম্যারাথন ইতিহাসের সেরা ছিলেন ইথিওপিয়ান কিংবদন্তী হাইলে জেব্রেসেলাসি৷ ২০১৫, ২০১৭ ও ২০১৮-র পর ২০২২-এর আসরও জিতে তাকে ছুঁয়ে ফেললেন ৩৭ বছর বয়সি কিপচোগে৷ ক্যারিয়ারে এ পর্যন্ত ১৭টি অফিসিয়াল ম্যারাথনের ১৫টিতেই জেতা কিপচোগে এখন জেব্রেসেলাসিকেও ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়৷ রবিবার আবার বার্লিন জয়ের পর দূরপাল্লার দৌড়ের এই সুপারস্টার জানিয়েছেন তার শরীর এবং মন এখনো অনেক সাফল্য ছিনিয়ে আনতে প্রস্তুত, ‘‘ আমার পা এবং শরীরে এখনো তারুণ্য অনুভব করি৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মন এবং আমার মনটা এখনো তাজা এবং তরুণ৷ বিশ্বরেকর্ড ভাঙতে পেরে আমি খুবই খুশি৷ আশা করি ভবিষ্যতে এমন সাফল্য আরো আসবে৷''

এসিবি/ কেএম (এপি, ডিপিএ, রয়টার্স)