1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিন চলচ্চিত্র উৎসবে পোলানস্কির জয়জয়কার

১৬ ফেব্রুয়ারি ২০১০

রোমান পোলানস্কির রাজনৈতিক থ্রিলার ‘দ্য ঘোস্ট রাইটার’ ৬০তম বার্লিন চলচ্চিত্র উৎসবের অন্যতম শীর্ষ জনপ্রিয় ছবি হিসেবে দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে৷

https://p.dw.com/p/M2rN
রোমান পোলানস্কিছবি: DW-TV

আগামী শনিবার উৎসব সমাপনীর আগের দিন প্রদান করা হবে শীর্ষ পুরস্কার ‘গোল্ডেন বিয়ার'৷ কিন্তু ইতোমধ্যেই সমালোচকরা নির্বাচিত সংক্ষিপ্ত তালিকায় স্থান দিয়েছেন পোলানস্কির ‘দ্য ঘোস্ট রাইটার' ছবিটিকে৷

এদিকে, বার্লিনে পোলানস্কির জয়জয়কার সত্ত্বেও বেআইনি যৌনতার অভিযোগে সুইজারল্যান্ডে নিজের শ্যালেতে গৃহবন্দি থাকায় উৎসবে অনুপস্থিত তিনি৷ ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে যৌনতার অভিযোগে এই দশা তাঁর৷ বিচারে দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে পোলানস্কিকে৷

বার্লিনে ১১ দিনের এ উৎসবই এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ এ কয়দিনে যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে তার মধ্যে পোলানস্কির ছবির সঙ্গে প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে রয়েছে রোমানিয়ার ছবি ‘ইফ আই ওয়ান্ট টু হুইসেল, আই হুইসেল'৷বার্লিনের দৈনিক ‘ডার টাগেস্পিগেল' এর এক জরিপেও প্রতিযোগি ২০টি ছবির মধ্যে এ দুটি ছবির এগিয়ে থাকার কথা বলা হয়েছে মঙ্গলবার৷

Filmstill aus The Ghost Writer Berlinale 2010
‘দ্য ঘোস্ট রাইটার’ ছবির একটি দৃশ্যছবি: Berlinale

এছাড়া প্রতিযোগিতায় স্থান করে নিতে না পারলেও দর্শকদের মন যুগিয়েছে মার্টিন স্করসেজির ‘শাটার আইল্যান্ড', বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘মাই নেম ইজ খান', খ্যাতনামা পথশিল্পী বাঙ্কে'র পরিচালিত প্রথম ছবি ‘এক্সিট থ্রু দ্যা গিফট শপ'৷

‘ইফ আই ওয়ান্ট টু হুইসেল, আই হুইসেল' তরুণদের একটি কারাগার থেকে ১৯ বছরের এক তরুণের পালিয়ে যাওয়ার কাহিনী৷ মুক্তি আসন্ন জানা সত্ত্বেও তরুণটি যখন জানতে পারে যে তার মা ছোট ভাইকে নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে তখন মরিয়া হয়ে কারাগারের এক নারীকে জিম্মি করে সেখান থেকে পালায় ওই তরুণ৷ সমালোচকরা বলছেন, ২০০৭ সালে কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'ও জিতে নেওয়া রোমানিয়ার ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস এন্ড টু ডেইস' এর ধারাবাহিকতায় সেদেশের চলচ্চিত্রের নবধারার সাফল্যের দৃষ্টান্ত এ ‘ইফ আই ওয়ান্ট টু হুইসেল, আই হুইসেল'৷

Filmstill aus The Ghost Writer Berlinale 2010
‘গোল্ডেন বিয়ার’-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে ‘দ্য ঘোস্ট রাইটার’ছবি: Berlinale

অন্যদিকে, ব্রিটিশ বেস্টসেলার ‘দ্য ঘোস্ট' অবলম্বনে তৈরি পোলানস্কির ‘দ্য ঘোস্ট রাইটার' এ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ছায়াচরিত্রে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা পিয়ার্স ব্রসনান৷ যুদ্ধাপরাধ তদন্তের মুখোমুখি হওয়ার পর নিজের স্মৃতি লিখে রাখছিলেন৷ তাঁর ভাড়াকরা লেখক নিজস্ব গবেষণায় এই যুদ্ধের এক বৈশ্বিক ষড়যন্ত্র আবিষ্কার করেন৷ এভাবেই কাহিনী এগিয়েছে এই রাজনৈতিক থ্রিলারের৷

টাইমস অফ লন্ডন এ ছবি নিয়ে এক সমালোচনায় লিখেছে, ‘‘ব্যক্তি পোলানস্কি সম্পর্কে আপনি যাই ভাবুন না কেন, তিনি অবশ্যই একজন জাত চলচ্চিত্রকার৷''

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক