1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার বার ধর্ম অবমাননার অজুহাতে হামলা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৬ জুলাই ২০২২

নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগ তুলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর পর এবার একই অজুহাতে ওই এলাকার দিঘলিয়ায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে আগুন এবং হামলার ঘটনা ঘটেছে৷

https://p.dw.com/p/4EEj6
যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তার বাবাকে আটক করেছে পুলিশছবি: Marvin Recinos/AFP/Getty Images

শুক্রবার রাতে এই ঘটনা ঘটে৷  দিঘলিয়ার ঘটনায় যার বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে তার বাবাকে আটক করেছে পুলিশ৷ কিন্তু হামলাকারীদের কাউকেই এখনো আটক করা হয়নি৷ তবে পুলিশ বলেছে ওই তরুণ যে ফেসবুকে ধর্ম অবমানা করে পোস্ট দিয়েছে তার প্রমাণ এখনো তারা পায়নি৷

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কয়েকটি হিন্দু পাড়া, বাজার ও মন্দিরে হামলা, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে শুক্রবার রাত ৮ টার দিকে৷ দুর্বৃত্তরা সাহা পাড়ার গোবিন্দ সাহার বাড়িটি পুরোপুরি পুড়িয়ে দিয়েছে৷ আরো চার-পাঁচটি বাড়িতে হামলা ও আগুন দিয়েছে৷ আখড়াবাড়ি এলাকায় তিন-চারটি মন্দিরে হামলা ও আগুন দিয়েছে৷ দিঘলিয়া বাজারে সাত-আটটি দোকানে হামলা ও লুটপাট চালিয়েছে৷ ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে সাংবাদিক সুলতান হোসেন জানান, গোবিন্দ সাহারা বাড়িটি পুরোপুরি ভস্মিভূত৷ অন্যান্য বাড়ি ঘরেও হামলা ও লুপপাট চালানো হয়৷ ওই এলাকার হিন্দুরা বাড়িঘরে তালা মেরে ভয়ে অন্যত্র চলে গেছেন৷

আখড়াবাড়ি সার্বজনীন মন্দিরের কোষাধ্যক্ষ  সুমঙ্গল কুমার ভক্ত জানান, ‘‘রাত ৮টার দিকে দুর্বৃত্তরা এক যোগে হামলা চালায়৷ তারা মূল মন্দিরের সামনের নাট মন্দিরে ভাঙচুর চালায়৷ সব টিন খুলে নিয়ে যায়৷ মূল মন্দিরে তালা ভেঙ্গে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে৷ সবই নিয়ে গেছে৷ সামনে দুর্গাপূজা৷ প্রতিমার কাঠামো গুঁড়িয়ে দিয়েছে৷ পরে কালিমন্দিরে আগুন দিয়েছে৷ পাশে আরো তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুর করে৷ তিনি বলেন, ‘‘এক মাস পর দুর্গাপূজা৷ আমরা কীভাবে পূজা করব জানি না৷''

স্থানীয়রা জানান,  ‘‘আকাশ সাহা নামে এক কলেজ ছাত্রের কথিত ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়৷ পুলিশ দ্রুতই অ্যাকশনে যাওয়ায় হামলাকারীরা আরো তাণ্ডব চালাতে পারেনি৷ তবে শুক্রবার জুমার নামাজের পর দিঘলিয়া বাজারে উত্তেজনা দেখা দেয়৷ মিছিলও বের করা হয়৷ তারা আকাশের বাড়ির সামনে গিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করে৷ বিকেলে উত্তেজনা আরো বাড়ে৷ রাতে হামলা হয়৷ পুলিশ জুমার নামাজের পরই সক্রিয় হলে হয়তো হামলার ঘটনা ঘটত না৷''

এক মাস পর দুর্গাপূজা৷ আমরা কীভাবে পূজা করব জানি না৷: সুমঙ্গল কুমার ভক্ত

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল দাবি করেন, ‘‘আমরা খবর পাওয়ার পরই পরই তৎপর হই৷ পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ফলে বড় কোনো ঘটনা ঘটতে পারেনি৷''

এই ঘটনায় রবিবার পর্যন্ত কোনো মামলা হয়নি৷ তবে আকাশের বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ৷ ওসি জানান, ‘‘অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ আর আকাশ সাহাকে আমরা খুঁজছি৷ হামলাকারীদের কাউকে চিহ্নিত বা আটক এখনো করতে পারিনি৷''

আকাশ সাহা ধর্মের অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তা নিশ্চিত কী না জানতে চাইলে ওসি বলেন, ‘‘না আমরা নিশ্চিত নই, তদন্ত চলছে৷''

তিনি দাবি করেন ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে৷ নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে৷

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসর আলী জানান, ‘‘আকাশ সাহা যে ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার প্রমাণ আমরা এখনো পাইনি৷ পুলিশ ওটা নিয়ে তদন্ত করছে৷ আমরা ওই এলাকা পরিদর্শন করেছি৷ পরিস্থিতি এখন শান্ত আছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷''

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত অভিযোগ করেন, ‘‘এক ইমাম সাহেবের নেতৃত্বে হামলা হয়৷ তাদের সঙ্গে মাইকও ছিলো৷''

আমরা কাছে প্রমাণ আছে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে এই কাজ করছে: রানা দাশগুপ্ত

এই নড়াইলেই গত ১৭ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয় ডিসি, এসপি ও সরকার দলীয় নেতাদের সামনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে৷ 

ধর্ম অবমাননার অজুহাতে কেন বার বার হামলা

গত কয়েক বছর ধরে ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেয়া হয়েছে এই অজুহাত তুলে সংখ্যালঘুদের ওপর হামলার প্রবণতা বাড়ছে৷ আবার  ভুয়া তথ্য ফেসবুকে ছড়িয়ে হামলার ঘটনাও ঘটানো হচ্ছে৷

২০১২ সালে রামুতে বৌদ্ধ পল্লী ও মন্দিরে হামলা হয় উত্তম বড়ুয়া নামে এক যুবকের  ধর্ম অবমাননার ফেসবুক পোস্টের কথা বলে৷ কিন্তু পরে তদন্তে ওই পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি৷

২০১৬ সালের ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নাসির নগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা হয় রসরাজ নামে এক তরুণের ফেসবুক পোস্টের অজুহাত তুলে৷ কিন্তু তদন্তে জানা যায় রসরাজ এক নিরক্ষর জেলে৷ তার নামে ভুয়া আইডি খোলা হয়েছিলো৷

২০১৭ সালের ১০ নভেম্বর রংপুরের গঙ্গাচড়ায় হামলা হয় টিটু রায় নামে একজনের ফেসবুক পোস্টের অজুহাত তুলে৷ টিটু রায় থাকতেন নরায়ণগঞ্জে৷ ওই পোস্টেরও সত্যতা মেলেনি৷

২০১৯ সালের ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয় ফেসবুক পোস্টের অজুহাত তুলে৷ পরে তদন্তে দেখা যায় বিপ্লব চন্দ্র দাস নামে একজনের ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট দেয়া হয়েছিল৷

২০২১ সালের ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে ৯১টি হিন্দু বাড়িতে হামলা ও লুটপাট করা হয়৷  হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ঝুমন দাস নামের এক যুবকের কথিত ফেসবুক পোস্টে ধর্ম অবমাননার অজুহাত তোলা হয়৷ আর ওই পোস্ট যে ঝুমন দাস দিয়েছেন তার প্রমাণ এখনো মেলেনি৷

গত বছরের ১৩ অক্টোবর কুমিল্লায় হামলা হয়েছিলো ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে৷

প্রতিটি ঘটনায় দেখা গেছে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ কিন্তু ফেসবুক পোস্ট না দেয়ার পরও ভুয়া অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে৷ তাদের কারাগারে যেতে হয়েছে৷

রানা দাশগুপ্ত বলেন,  ‘‘আমরা কাছে প্রমাণ আছে একটি গোষ্ঠী সংঘবদ্ধভাবে এই কাজ করছে৷ তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল আছে৷ তারা সেগুলো ব্যবহার করে এই কাজ করে৷ দিঘলিয়ায় হামলাকারীদের সঙ্গেই ছিলো ওই কথিত চ্যানেলগুলো৷ তারা দপুর থেকেই তাদের চ্যানেলে উত্তেজনা ছড়াচ্ছিলো৷ আমরা কুমিল্লাসহ আরো অনেক ঘটনায় এটা দেখেছি৷ তাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেয়া হয়৷ তারা সেই অনুযায়ী কাজ করে৷''

তিনি অভিযোগ করেন, ‘‘ওই চক্রটির ব্যাপারে তথ্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কয়েকবার দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি৷ আর পুলিশ প্রশাসন আগাম তথ্য পেয়েও কোনো হামলা বন্ধেই আগাম কোনো ব্যবস্থা নেয়নি৷'' তিনি বলেন, ‘‘এরা বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে চায়৷ রাজনৈতিক ফায়দা, হিন্দুদের সম্পদ দখল করতে চায়৷''

মানবাধিকার কর্মী নূর খান বলেন, ‘‘ভারতে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে পর  ভারত- বাংলাদেশ দুই দেশেই সাম্প্রদায়িকতা বাড়ছে৷ বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উসকানি দেয়া বাড়ছে৷ কখনো কখনো সরকারি দলের লোকজন এবং প্রশাসন এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে৷ নড়াইলে কলেজ অধ্যক্ষকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে জুতার মালা পরানোর ঘটনায় সেটা স্পষ্ট হয়েছে৷''

তিনি মনে করেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সেটা সব সময়ের জন্য এখন আর সত্য নয়, মাঝে মাঝে সত্য৷ আমাদের এখানে অসাম্প্রদায়িকতার চর্চা  কমছে৷ সাম্প্রদায়িকতার চর্চা বাড়ছে৷ তাই এখনই  সময় এই সব সাম্প্রদায়িকতা প্রতিরোধের৷ এজন্য রাষ্ট্রকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তিনি৷

রানা দাসগুপ্ত জানান, ২০১১ সাল থেকে এ পর্যন্ত  সংখ্যালঘুদের ওপর ছোট বড় তিন হাজার ৫০০ হামলা হয়েছে৷