1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাতিলের পথে টোকিও অলিম্পিক গেমস?

১৫ এপ্রিল ২০২১

জাপানের ক্ষমতাসীন দলের প্রবীণতম মহাসচিব তোশিহিরো নিকাই জানিয়েছেন, অলিম্পিক গেমস বাতিল হতে পারে।

https://p.dw.com/p/3s2W9
টোকিও অলিম্পিক গেমস হওয়া নিয়ে সংশয় আরো বাড়ছে। ছবি: Kim Kyung-Hoon/Pool Reuters/AP/picture alliance

জাপানেও করোনা বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের অবস্থাও খারাপ। এই পরিস্থিতিতে জাপানে অলিম্পিক গেমস বাতিল হতে পারে বলে জানালেন তোশিহিরো নিকাই। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেছেন, ''বলা হচ্ছে, অলিম্পিক গেমস করা সম্ভব নয়। সেরকম হলে আমাদেরও না করার সিদ্ধান্ত নিতে হবে।''

এই প্রথম ক্ষমতাসীন দলের একজন প্রধান কর্মকর্তা স্বীকার করলেন টোকিও অলিম্পিক গেমস বাতিল হতে পারে। জাপানের রাজনীতিতে নিকাই খুবই ক্ষমতাশালী। তিনি এই কথা বলায় অলিম্পিক গেমস হওয়া নিয়ে সন্দেহ আরো বেড়েছে। গত বছর গেমস হওয়ার কথা ছিল। করোনার কারণে এমনিতেই তা একবছর পিছিয়ে দেয়া হয়েছে।

নিকাইয়ের এই মন্তব্য এসেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহ সভাপতি জন কোটসের কথার ২৪ ঘণ্টার মধ্যে। তিনি বলেছিলেন, টোকিও অলিম্পিক গেমস বতিল করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে না।

করোনার কারণে বুধবার জাপানে অলিম্পিক মশাল রিলে বন্ধ করা হয়েছে। কারণ, কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, এর ফলে করোনা সংক্রমণ হতে পারে। জাপানে এখনো কড়াভাবে করোনা-বিধি চালু আছে।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)