1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্পর্ক বাড়ানোর উপর জোর

মহেশ ঝা / এসি১১ এপ্রিল ২০১৩

ভারত-জার্মান আন্তঃ-সরকার আলাপ-আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বার্লিনে অবস্থান করছেন৷ এটি হবে এ’ধরনের দ্বিতীয় বৈঠক৷ সূচনা হচ্ছে মন্ত্রীপর্যায়ের আলাপ-আলোচনা দিয়ে৷

https://p.dw.com/p/18E5W
Bundeskanzlerin Angela Merkel (CDU) und Indiens Premierminister Manmohan Singh begrüßen sich am 10.04.2013 vor dem Kanzleramt in Berlin. Die Regierungen der beiden Länder kommen in Berlin für zwei Tage zu Konsultationen zusammen. Foto: Hannibal/dpa
ছবি: picture-alliance/dpa

মনমোহন সিং বুধবার জার্মানির রাজধানীতে পৌঁছান, পাঁচজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি দলকে সঙ্গে নিয়ে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন৷ এই অবকাশে দুই নেতার পারস্পরিক আলাপচারিতা ছাড়াও তাঁরা উত্তর কোরিয়া, সিরিয়া, ইরান এবং আফগানিস্তান সম্পর্কেও কথাবার্তা বলেছেন৷

Indian Prime Minister Manmohan Singh, right, and German Chancellor Angela Merkel hold documents before exchanging them during a signing of agreement ceremony in New Delhi, India, Tuesday, May 31, 2011. Merkel is in India for talks with the country's prime minister on trade and defense. (AP Photo/Saurabh Das)
ইইউ’এর মুখ্য অর্থনীতি জার্মানির সম্মতি ও সমর্থন ভারতের কাছে গুরুত্বপূর্ণছবি: AP

আন্তঃ-সরকার আলাপ-আলোচনায় সাধারণত বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর উপরেই জোর দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্প-বাণিজ্যের প্রতিনিধিরা আসেন৷ এবার কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে৷ বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, এছাড়া জ্বালানি শক্তির ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করা হবে৷ যে কারণে সিং'এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী ছাড়াও শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী এসেছেন৷

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় কর্মকালের শেষ বছরে মনমোহন সিং ভারতের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চাইছেন৷ কাজেই জার্মানির সঙ্গে বাণিজ্যবৃদ্ধি এবং জার্মানি থেকে বিনিয়োগ তাঁর অবশ্যই কাম্য৷ দিল্লি ও মুম্বই করিডরের বিকাশে সাহায্য করতে জার্মানি যেমন আগ্রহী, তেমনই মেধাস্বত্ব সংক্রান্ত কিছু বিষয় নিয়ে চিন্তিত৷ ভারতের আদালতে সিদ্ধান্ত নিতে বড় বেশি সময় লেগে যায় বলেও জার্মান তরফের ধারণা৷

ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ২০০৭ সাল যাবৎ আলাপ-আলোচনা চলেছে৷ এবার জার্মানি এই আলাপ-আলোচনা শীঘ্র সমাপ্ত করার সপক্ষে মতপ্রকাশ করেছে, সম্ভব হলে চলতি বছরেই৷ তা উভয় পক্ষের স্বার্থের জন্যই মঙ্গলজনক হবে, বলে মন্তব্য করেছেন জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থনীতি মন্ত্রী ফিলিপ ব়্যোসলার৷

অপরদিকে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগে একাধিক ইইউ দেশের দাবি যে, ভারতে বিদেশি বিমা সংস্থাগুলির এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদিত পরিমাণ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করতে হবে৷ ভারত মোটরগাড়ি এবং সুরাজাতীয় পণ্যের উপর শুল্ক কমাক, এটা'ও ইউরোপীয় ইউনিয়নের দাবি৷ গতমাসে ব্রাসেলসে ভারত-ইউরোপীয় ইউনিয়ন আলাপ-আলোচনায় এ'সব বিতর্কিত বিষয়ে বিশেষ প্রগতি অর্জিত হয়নি৷

যে কারণে ইইউ'এর মুখ্য অর্থনীতি জার্মানির সম্মতি ও সমর্থন ভারতের কাছে গুরুত্বপূর্ণ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য