1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজারে এহসান রাহীর প্রথম একক অ্যালবাম

৩১ ডিসেম্বর ২০১০

সংগীত পরিবারেই জন্ম বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় দুইবারের চ্যাম্পিয়ন এহসান রাহীর৷ পরিবারের প্রায় সবাই যেন গানের পাখি৷ আর এবার বাজারে আসল এহসান রাহীর প্রথম একক অ্যালবাম৷

https://p.dw.com/p/zrnY
Ehsan, Rahi, popular, singer, Bangladesh, প্রকৃতি, সুর, খোঁজ, এহসান, রাহী, বাজার, প্রথম, একক, অ্যালবাম, ঢাকা, বাংলাদেশ, সংগীত, জনপ্রিয়, বেনসন, হেজেস, Dhaka, Song, Music, Band, Entertainment,
প্রকৃতির মাঝে সুরের খোঁজে এহসান রাহীছবি: Ehsan Rahi

বাপ্পা মজুমদারের কম্পোজিশনে জি-সিরিজের ব্যানারে প্রকাশ পেল ‘এহসান রাহী' নামের এই অ্যালবাম৷ একক অ্যালবাম সহ তাঁর গানের জগতের নানা বিষয় নিয়ে ডয়চে ভেলের সাথে টেলিফোন আড্ডায় এহসান বলেন, ‘‘ছোট থেকেই গজল গাইতাম৷ তাছাড়া বাবা-মা গান করেন বলেই ছোট থেকেই নিজের মধ্যে গানের প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করেছে৷'' ছোট কালের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘ছোট সময়ে আমার গাওয়া কিছু গজল রেকর্ড করা আছে৷ কিন্তু সেগুলো শুনে আমি আশ্চর্য হই যে, সেগুলো শুনলে মনে হয় কোন ছোট্ট মেয়ে গান গাচ্ছে৷''

এহসান বললেন তাঁর অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদারের সহযোগিতার কথা৷ তাঁর কথায়, ‘‘২০০৩ ও ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ আসরে ভালো করার পর থেকেই স্বপ্ন দেখি নিজের একক অ্যালবাম প্রকাশের৷ একদিন হঠাৎ করে বাপ্পা মজুমদারের সাথে পরিচয় হওয়ার পর তাঁকে আমার আগ্রহের কথা জানাই৷ তিনি বললেন, শোনাও দেখি গান৷ আমার গান শুনে রীতিমত খুশী হন বাপ্পা মজুমদার৷ এরপর নেমে পড়ি কাজে৷ চার বছর ধরে কাজ করে প্রকাশিত হলো একক অ্যালবাম৷ এখন শ্রোতারাই বলবেন কেমন লাগছে গানগুলো৷''

Ehsan, Rahi, popular, singer, Bangladesh, প্রকৃতি, সুর, খোঁজ, এহসান, রাহী, বাজার, প্রথম, একক, অ্যালবাম, ঢাকা, বাংলাদেশ, সংগীত, জনপ্রিয়, বেনসন, হেজেস, Dhaka, Song, Music, Band, Entertainment,
সংগীত প্রতিভা এহসান রাহীছবি: Ehsan Rahi

তিনি আরো বলেন, ‘‘এটিতে গান রয়েছে ১০টি৷ নয়টি গানের সুর করেছি আমি এবং একটি গানের সুর করেছে বন্ধু রিংকু হক৷ গান লিখেছেন গালিব সর্দার, আমির আব্দুল্লাহ এবং সোহেল ইমাম৷ তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই৷ তবে গালিব সর্দারের কথা বিশেষভাবে বলবো৷ কারণ কোলকাতার অনেক বড় মাপের শিল্পীরা তাঁর লেখা গান করেছেন৷ বাংলাদেশে আমিই প্রথম তাঁর লেখা গান করলাম৷'' একক অ্যালবাম প্রকাশের পাশাপাশি গান নিয়ে তাঁর অন্যান্য কাজের কথা জানালেন এহসান৷ নিপুণের মিক্সড অ্যালবাম ‘ছায়ারঙ' এর শিরোনাম সংগীত ‘রঙ' গানটি গেয়েছেন তিনি৷ কাজ করছেন ‘এই শহরে' শিরোনামের একটি মিক্সড অ্যালবামে৷ কাজ করছেন শাহনূর রেজার কম্পোজিশনে আরো একটি অ্যালবামে৷

নিজের গানগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের একটি গানের কথা বলতেই এহসান জানালেন ‘প্রশ্ন' শিরোনামের গানের কথা৷ লিখেছেন গালিব সর্দার৷ ‘‘একটু কি ভেবে বলবে কি, ভালোবাসতে কেমন লাগে, কেমনই বা লাগতো তোমার আমায় ভালোবাসার আগে৷'' এরপর গেয়ে শোনালেন, ‘‘মেঘের মেয়ে তোমার মনে মেঘ ঢেলেছো কতো, ভাবছি তোমায় মেঘের রঙে হাঁকছি তোমায় ইচ্ছে মতো৷''

যাহোক এহসান রাহীর জন্য শুভ কামনা, যেন শীঘ্রই মেঘের মেয়ের সাথে তাঁর দেখা মেলে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম