1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজপাখি নিয়ে উড়োজাহাজ ভ্রমণ

৩ এপ্রিল ২০১৯

একটি এয়ারলাইন্সে দুই যাত্রী বাজপাখি নিয়ে উঠেছেন৷ এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/3G8Eo
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/K. Sahib

উড়োজাহাজে যাত্রীদের কেউ আসন গ্রহণ করছেন, কেউ ব্যাগ গুছিয়ে রাখছেন৷ এর মধ্যে আরবের ঐতিহ্যবাহী পোশাকের দু'জন যাত্রী উঠলেন৷ তাঁদের একজনের হাতে একটি, অন্যজনের হাতে দুটি বাজ পাখি৷ অবাক হয়ে কেউ কেউ তাকালেন তাঁদের দিকে৷ এক যাত্রী মোবাইলে তা ধারণ করে টুইটারে আপলোড করেছেন৷

মাত্র ১১ সেকেন্ডের ভিডিওটি টুইটারে ব্যাপক আলোচনা তৈরি করেছে৷ উড়োজাহাজে প্রাণী নিয়ে উঠা যায় কিনা, তা নিয়ে টুইটটিতে চলছে তর্ক বিতর্ক৷ এই খবর উঠে এসেছে বিভিন্ন দেশের গণমাধ্যমে৷ জানা গেছে অনেক এয়ারলাইন্সই নির্দিষ্ট খরচের বিনিময়ে আরবদের শিকারী বাজপাখি বহনের সুযোগ দিয়ে থাকে৷ কাতার এয়ারলাইন্সে এজন্য ৬৩০ ডলার পর্যন্ত গুণতে হয় বলে প্রতিবেদনে জানিয়েছে ফক্স নিউজ৷

২৯ মার্চে ছাড়া ভিডিওটি টুইটারে এখন পর্যন্ত ২২ লাখের বেশি বার দেখা হয়েছে৷

এফএস/জেডএইচ