1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজ পড়ে একদিনে ভারতের তিন রাজ্যে মৃত ৬৮

১২ জুলাই ২০২১

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে বজ্রঘাতে মৃত বহু। আহতদের চিকিৎসা চলছে।

https://p.dw.com/p/3wLnq
বজ্রপাত
ছবি: AP

বাজ পড়ে মৃত্যু কি বাড়ছে? গত কয়েকবছর ধরেই এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতে। তারই মধ্যে রোববার দেশের তিন রাজ্যে বাজ পড়ে ৬৮ জনের মৃত্যু হলো। আহত একাধিক। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে।

রোববার রাজস্থানের জয়পুরে আমের অঞ্চলে একটি ওয়াচটাওয়ারে উঠে সেলফি তুলছিলেন কয়েকজন। তখনই পর পর দুইবার বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। এছাড়া কোটায় চারজন, ঢোলপুরে তিনজনের মৃত্যু হয়েছে। ঝালওয়ার এবং বারানে একজন করে মারা গেছেন।

এদিকে একই দিনে উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪১ জনের। কিছুদিন আগেই ওই রাজ্যে বাজ পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল। মধ্যপ্রদেশেও মৃত্যু হয়েছে সাতজনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৭ জন।

আমেরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পরেই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং সাবেক উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট।

বিজ্ঞানীদের অনেকেই বলছেন, গত কয়েক বছরে আবহাওয়া পরিবর্তনের কারণে বাজ পড়ার পরিমাণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। দূষণও এর জন্য দায়ী। বস্তুত, এ বছর বাজ পড়ে দফায় দফায় মৃত্যু হয়েছে মানুষের।

এসজি/জিএইচ (পিটিআই)