1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘের থাবায় আহত কৃষক

২৮ এপ্রিল ২০২১

দুই কৃষক খেতে কাজ করছিলেন৷ হঠাৎ বাঘটি ছুটে আসে তাদের দিকে৷ অদূরে দাঁড়ানো একটি গাড়িও রেহাই পায়নি সাইবেরিয়ান বাঘের হামলা থেকে৷

https://p.dw.com/p/3sf4P
USA Sibirischer Tiger
ছবি: picture-alliance/All Canada Photos/D. Johnston

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হাইলংজিয়াং শহরের ছোট্ট গ্রাম লিনহু-তে আমুর বাঘটি গত শুক্রবার রীতিমতো আতঙ্ক ছড়ায়৷ রাশিয়া সীমান্তের কাছের গ্রামের মাঠে কাজ করছিলেন দুই কৃষক৷ বাঘটিকে তাদের দিকে ছুটে যেতে দেখে ওয়াং হু চিৎকার করে কৃষকদের সতর্ক করেন৷ এক আত্মীয়কে আনতে গাড়ি নিয়ে সেই গ্রামে যাওয়া ওয়াং জু বেইজিং নিউজকে জানান, তার চিৎকার শুনে বাঘটি এক কৃষককে থাবা দিয়েই সোজা তার দিকে ছুটতে শুরু করে৷ কৃষককে সামান্য আহত করে দুই-তিন সেকেন্ডের মধ্যে দৌড়ে এসে গাড়িতে থাবা দেয় বিশালদেহী পুরুষ বাঘটি৷ তার উপর্যুপরি আঘাতে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের দুই যাত্রীর কিছু হয়নি৷

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসে পুলিশ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় খুঁজে বের করে ট্রাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করা হয় বিরল প্রজাতির বাঘটিকে৷ হাইলংজিয়াং বন বিভাগ জানায়, বাঘটিকে আপাতত ৪৫ দিন পর্যবেক্ষণ করা হবে৷

বিলুপ্তপ্রায় আমুর বাঘ মূলত রাশিয়া এবং চীনের কিছু অঞ্চলে দেখা যায়৷ রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, চীনে এখন ৩০টিরও কম আমুর বাঘ বেঁচে আছে৷

এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য