1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাঘ বাঁচাতে তহবিল সংগ্রহে এসএমএস অভিযান

২৫ জুলাই ২০১০

বাঘ বাঁচাও৷ এই শ্লোগান তো অনেকদিন ধরেই চলছে৷ কিন্তু আদতে পাষন্ড একদল মানুষের হাত থেকে বাঘ কি নিস্তার পাচ্ছে? কিংবা ধরুন মানুষ কি পারছে বাঘ বাঁচাতে?

https://p.dw.com/p/OU5Y
ইন্দোনেশিয়ার একটি বাঘছবি: AP

পৃথিবী জুড়ে হলদে- সোনালী ডোরাকাটা বাঘের সংখ্যা এক এক করে কমে যাচ্ছে৷ কেন? উত্তরটি আমাদের সকলের জানা৷ বেআইনিভাবে বাঘ শিকার আর নির্বিচারে বন ধ্বংসের কারণেই এই অবস্থা৷ সারা বিশ্বে এখন বাঘের সংখ্যা ৩ হাজার ২০০৷ ভাবুন তো, বনের রাজার কি হাল? হালুম-হালুম ডাকা বিশ্বের বাঘের মোট সংখ্যার অর্ধেকের বাস আবার দক্ষিণ এশিয়ায়৷

সেদিন খবরের কাগজের পাতা উল্টিয়ে ভয়ানক এক সংবাদ পড়তে হলো৷ টাকা হলে নাকি বাঘের চোখও পাওয়া যায়! এই কথাটি নাকি সত্য৷ মাত্র ১৫ হাজার ডলারের জন্য বিশ্বের এই সুন্দর প্রাণীটিকে মেরে ফেলা হচ্ছে চীন এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে৷ এই অর্থে এখন বিক্রি হচ্ছে এক একটি চামড়া৷ আর বাঘের রক্ত মাংস হাড়ও বিক্রি করা হচ্ছে একই সঙ্গে৷ জঘন্য কাজ৷ তাই প্রয়োজন সচেতনতা৷ এ জন্য এগিয়ে আসার আহ্বান আর্ন্তজাতিক পরিবেশ তদন্ত সংস্থা বা ইআইএর৷

পৃথিবীতে বাঘেরই মোট আটটি ভিন্ন ভিন্ন প্রজাতি আছে৷ রয়াল বেঙ্গল টাইগার তাদেরই একটি৷ বাংলাদেশ ও ভারতের সুন্দর বনে রয়াল বেঙ্গল টাইগারের বাস৷ এছাড়া নেপাল, ভুটান, মিয়ানমার, তিব্বতের বিভিন্ন জঙ্গলে রয়েছে এরা৷ সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হলো বাঘ বাঁচাতে আন্তর্জাতিক সম্মেলন৷

সেখানেই জানানো হলো, বাণিজ্যিকভাবে বাঘের চামড়া বেশ লাভজনক হওয়ায় অনেক ব্যবসায়ীর কাছেই এটা একটা ভাল ব্যবসা৷ আর এতে তাদের উৎসাহ যোগাচ্ছে প্রচলিত আইনের সঠিক ব্যবহার না হওয়া৷

Flash-Galerie Tiger (Indien)
রয়েল বেঙ্গল টাইগারছবি: AP

বিশ্বে আগে নয় জাতের বাঘের দেখা পাওয়া যেত৷ ইন্দোনেশিয়াতেও তিন প্রজাতির বাঘের দু'টিরই এখন কোনো অস্তিত্ব নেই৷ আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সেন্ট পেটার্সবার্গে আরেকটি সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে৷ সেই সম্মেলনে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা৷ সেখানেই হয়তো বাঘ সংরক্ষণে চলে আসবে বড় ধরণের এক সিদ্ধান্ত৷

এবার চলুন এক উদ্যোগের কথা বলি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই জনপ্রিয় একজন টিভি অভিনেতা এথান সুপোলি৷ একের পর নাটক আর ড্রামা সিরিয়াল করে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন৷ সুপোলি সম্প্রতি খুবই ছোট্ট একটি বিজ্ঞাপনে অংশ নিলেন৷ না এর জন্য তিনি কোন পারিশ্রমিক নেননি৷ এই বিজ্ঞাপনে তিনি এক আহ্বান রাখলেন৷ বাঘ বাঁচানোর আহ্বান৷ বললেন, ‘‘এখন সময় আমাদের সকলের বাঘ বাঁচানোর কাজটি এগিয়ে নেয়ার৷ এ জন্য প্রয়োজন সকলের অংশগ্রহণ৷ বাঘ এবং এর অঙ্গপ্রত্যঙ্গের চাহিদা প্রচন্ড৷ তাই তাদের জীবন আজ বিপন্ন৷ এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন এ থেকে বাঘকে বাঁচিয়ে রাখা৷ আর এই কাজে প্রয়োজন অনেক অর্থের৷ তাই সকলে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ডব্লিউ ডব্লিউ এফকে এসএমএস করুন৷''

প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে যেখানে এসএমএস একটি নিয়মিত বিষয়, সেখানে বাঘ বাঁচানোর জন্য একটি এসএমএসের মাধ্যমেই আপনিও অংশ নিতে পারেন এই মহতী উদ্যোগের সঙ্গে৷ প্রতিটি এসএমএসর জন্য নির্ধারণ করা হয়েছে ১০ ডলার৷ কেবল মোবাইল ফোনের টেক্সটে গিয়ে ইংরেজিতে টাইগার লিখে পাঠিয়ে দিন নির্দিষ্ট একটি নম্বরে৷ তাহলেই আপনাআপনি এই এসএমএস গিয়ে উপস্থিত হবে ডব্লিউ ডব্লিউ এফের কাছে৷ আর একই সঙ্গে বাঘ বাঁচানোর তহবিলে গিয়ে পৌঁছাবে আপনার একটি এসএমএস পাঠানোর সমপরিমাণ অর্থও৷ বিভিন্ন দেশের এসএমএসের জন্য সংরক্ষণ করা হয়েছে ভিন্ন ভিন্ন নম্বর৷ অ্যামেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে তহবিল সংগ্রহের এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে৷

কেবল এসএমসের মাধ্যমে অর্থ সংগ্রহের এই উদ্যোগ করেই ক্ষান্ত হয়নি ডব্লিউ ডব্লিউ এফ৷ এবার তারা এই প্রচারণার অংশ হিসাবে নিজেদের ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক ওয়েবসাইটগুলোতেও বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে৷ ফেসবুকে নিজেদের প্রোফাইল ছবিতে ব্যবহার করা হচ্ছে বাঘকেই৷

আশা করা হচ্ছে, এসএমএসের মাধ্যমে ডব্লিউ ডব্লিউ এফের এই তহবিল ভরার উদ্যোগ সফল হবে৷ আর এর অর্থ খরচ করা হবে বাঁঘ বাচাতেই৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক