1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাগদাদির বোন আটক

৫ নভেম্বর ২০১৯

উত্তর সিরিয়ার আজাজ শহর থেকে সোমবার আইএস নেতা আবু বকর আল-বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে আটক করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা৷

https://p.dw.com/p/3SU5b
ছবি: US Department of Defense

তবে আটক নারী বাগদাদির বোন কিনা, সে সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি রয়টার্স৷

Syrien | Schwester von Al-Bagdadi, Rasmiya Awad
বাগদাদির বোন রাসমিয়া আওয়াদছবি: DHA

৬৫ বছর বয়সি আওয়াদকে আটকের সময় তাঁর সঙ্গে স্বামী, ছেলের স্ত্রী ও পাঁচ সন্তান ছিলেন৷

আটক প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তিকে এখন জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন ঐ তুর্কি কর্মকর্তা৷ তিনি এই গ্রেপ্তারকে ‘গোপন তথ্যের এক সোনার খনি’ বলে আখ্যায়িত করেছেন৷ ঐ কর্মকর্তা বলেন, ‘‘আইএস সম্পর্কে তিনি (আওয়াদ) যা জানেন সেসব তথ্য আমাদের ঐ সংগঠন সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আরও খারাপ মানুষ ধরতে সহায়তা করবে৷’’

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের কমিউনিকেশনস ডাইরেক্টর ফাহরেতিন আলতুন বলেছেন, আইএস এর বিরুদ্ধে লড়তে তুরস্কের দৃঢ়সংকল্পের প্রমাণ হচ্ছে এই নারীর গ্রেপ্তার৷ ‘‘আল-বাগদাদির বোনের আটক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযানে সাফল্যের আরেকটি উদাহরণ,’’ এক টুইটে লিখেছেন তিনি৷

গতমাসে যুক্তরাষ্ট্রের একটি অভিযানের সময় আত্মহত্যা করেন বাগদাদি৷ বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত এক বেতার বার্তায় বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএস৷ এখন থেকে আবু ইব্রাহিম আল-হাশিমি আল কুরাইশি সংগঠনটির নেতৃত্ব দেবেন বলেও জানানো হয়েছে৷

এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছেন আইএস এর নতুন নেতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এপি)