1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে: সৈয়দ শামসুল হক

২৬ মার্চ ২০১০

নতুনদিল্লিতে চলেছে সার্ক দেশগুলির ৩৩-তম সাহিত্য সম্মেলন৷ তাতে যোগ দেন বাংলাদেশের স্বনামধন্য সব্যসাচী সাহিত্যকার সৈয়দ শামসুল হক৷ শুক্রবার বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে ডয়েচে ভেলের কাছে তাঁর আত্মসমীক্ষা৷

https://p.dw.com/p/MfJ6
স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শেখ মুজিবুর রহমানছবি: picture-alliance / dpa

বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশবাসিকে উদ্বুদ্ধ করতে সাহিত্য কী ভূমিকা পালন করেছিল, শুক্রবার বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডয়েচে ভেলের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় সেকথাই বললেন বাংলাদেশের সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক৷

বাংলাদেশে হয়েছিল হল দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ, যে দেশ সশস্র সংগ্রামের মধ্য দিয়ে তার স্বাধীনতা অর্জন করেছে৷ এই প্রেক্ষাপটে যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে যে প্রাণশক্তিটা কোথায় রয়েছে৷ মানবিক চেতনা, এটা কিন্ত বাঙ্গালির হাজার বছরের চেতনা৷ গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতার আদর্শকে সমুন্নত রাখার জন্য,মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরার জন্য৷ ইতিহাসকে বহুভাবে বিকৃত করা হয়েছে বাংলাদেশে৷ এই সবই বাংলাদেশের সাহিত্যের প্রধান উপজীব্য৷ তবে এটাই সব নয়৷ এর ভেতরে আছে ব্যক্তির যন্ত্রণা, ব্যক্তির আর্তি, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, নির্মাণ, ভাঙ্গন, উত্থানপতন এসব নিয়েও লেখা হচ্ছে৷ গল্প, উপন্যাস, কবিতা, নাটক সবক্ষেত্রেই খুব ভাল কাজ হচ্ছে৷ - তরুণ প্রজন্মের সাহিত্য চর্চায় মুক্তিযুদ্ধের সেই মরণপণ আবেগটা কী এখনও আছে? তার উত্তরে শামসুল হক বললেন, অবশ্যই আছে৷ স্বাধীনতার পরও বাংলাদেশে ক্ষমতা ছিনতাই হয়েছে৷ ইতিহাসকে বিকৃত করা হয়েছে৷ এগুলোকে ঠিক করতে তো আমরা সাহিত্যকে ব্যবহার করছি, করে চলেছি৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী