1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব

১২ মার্চ ২০১০

গত এক বছরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানবাধিকার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে বলা হয়েছে৷ শুক্রবার মার্কিন পররাষ্ট্র বিভাগের পক্ষ থেকে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়৷

https://p.dw.com/p/MQzk
মার্কিন পররাষ্ট্র বিভাগের লোগোছবি: AP GraphicsBank

মার্কিন সরকারের পক্ষ থেকে প্রতি বছর বিশ্বের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির ওপর প্রতিবেদন প্রকাশ করা হয়৷ এবারও মোট ১৯৪টি দেশের গত এক বছরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের মূল্যায়ন তুলে ধরা হয়েছে প্রতিবেদনে৷ এতে চীন, উত্তর কোরিয়া ও ইরানসহ যুক্তরাষ্ট্রের প্রতি বৈরী দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়েছে৷ তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানবাধিকার পরিস্থিতির প্রশংসা করা হয়েছে৷ এতে যেসব দেশের নাম এসেছে সেগুলো হল বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ এবং নেপাল৷ বলা হয়েছে, গত এক বছরে এসব দেশগুলোতে মানবাধিকারের বেলায় কিছুটা হলেও উন্নতি দেখা গেছে৷ তবে শ্রীলংকার সমালোচনা করে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে তামিল গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধের সময় মানবাধিকার লংঘনের পাশাপাশি গণমাধ্যমের ওপর খড়গহস্ত হয়েছে শ্রীলংকার সরকার৷ তবে গেরিলাদের বিরুদ্ধে জয়লাভের পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তারা মনে করছে৷

China Protest
গত বছর শিনজিয়াং এ জাতিগত সংঘর্ষে নিহত এক উইগুরের স্বজনদের আহাজারিছবি: AP

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা

প্রতিবেদনে সমালোচনা করা হয়েছে যে চীনা সরকার তিব্বতীদের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে৷ এজন্য তিব্বতীরা তাদের ধর্ম পালন করতে পারছে না৷ শিনজিয়াং এ সংখ্যালঘুদের ওপর চীনা কর্তৃপক্ষের নিপীড়ন অব্যাহত রয়েছে৷ এছাড়া মানবাধিকার কর্মীদেরও দমন করার চেষ্টা করছে চীনা কম্যুনিস্ট সরকার৷ রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলেও মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে৷ পাশাপাশি স্বাভাবিকভাবেই ইরানের তীব্র সমালোচনা করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন চালানোর জন্য৷ কম্যুনিস্ট শাসিত উত্তর কোরিয়ার সরকার স্ট্যালিন আমলের মত এখনও সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদন্ড, নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত এবং শিশুহত্যার মত কর্মকান্ডে জড়িত বলে অভিযোগ করা হয়েছে৷ একইভাবে সমালোচনার তীর ছোড়া হয়েছে কিউবা ও ভেনেজুয়েলার মত৷

Israelische Luftwaffe greift weiter Ziele im Gazastreifen an
গাজায় ইসরায়েলী হামলা বিশ্বে ইহুদি বিদ্বেষ বাড়িয়ে তুলেছেছবি: picture-alliance / dpa

ইহুদি বিদ্বেষ এবং মুসলিমদের প্রতি বৈষম্য

মার্কিন কর্তৃপক্ষের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে বিশ্বে ইহুদি বিদ্বেষ আরও বেড়েছে৷ এই বিদ্বেষ ছড়ানোর পেছনে ইরান অন্যতম ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করা হয়েছে৷ এতে বলা হয়েছে, ২০০৮ সালে গাজায় ইসরায়েলী হামলার পর থেকেই ইহুদিদের প্রতি বিদ্বেষ আরও বেড়ে চলেছে৷ অপরদিকে ইউরোপের মুসলমানদের প্রতিও বৈষম্য বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ৷ বিশেষ করে সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মাণে নিষেধাজ্ঞার বিষয়টি তারা স্পষ্ট ভাবেই উল্লেখ করেছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার