1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন

৪ ফেব্রুয়ারি ২০১২

বিদায়ি প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের হাতে কিছু ক্ষমতা এবং আরো কিছু স্বাধীনতা দিলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷

https://p.dw.com/p/13x3j
Dr. A T M Shamsul Huda is the Chief Election Commissioner of Bangladesh.
ড. এটিএম শামসুল হুদা

আর বিদায়ি নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং এম সাখাওয়াত হোসেন বলেছেন, তাদের বড় অর্জন নির্ভুল ভোটার তালিকা এবং নির্বাচনের সংস্কৃতি গড়ে তোলা৷

শনিবার আনু্ষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার ছহুল হোসাইন৷ আর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি৷ বিদায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন স্বাধীন হয়ে গেছে ভাবা ঠিক হবে না৷ তবে নির্বাচনের সময় কয়েকটি মন্ত্রনালয় নির্বাচন কমিশনের অধীন করা, পর্যায়ক্রমে ভোট নেয়ার বিধান এবং ইভিএম চালুসহ কিছু সংস্কার করলে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন সুষ্ঠু এবং নিপরেক্ষ করা সম্ভব৷

আর বিদায়ি নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন তারা তাদের ৫ বছরে একটি সুষ্ঠু ভোটার তালিকা ছাড়াও নির্বাচনি সংস্কৃতি চালু করতে পেরেছেন৷

আরেকজন বিদায়ি নির্বাচন কমিশনার এম সাখাওয়ার হোসেন বলেন তারা প্রভাবমু্ক্ত থেকেই কাজ করেছেন৷ সে কারণে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে দায়িত্ব নেয়া এই কমিশন জাতীয় নির্বাচনসহ সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন তেমন কোন বিতর্ক ছাড়াই করতে পেরেছে৷ তবে জাতীয় নির্বাচনের আগে সংলাপে প্রথমে বিএনপি'র মূল ধারাকে আমন্ত্রণ না জানিয়ে সমালোচনার মুখে পড়েছিল কমিশন৷ আর তাই বিরোধি দল বিএনপি মনে করে গত ৫ বছরে নির্বাচন কমিশনের সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি৷যেমন বললেন বিরোধি দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক৷

তবে ক্ষমতাসীন মহাজোট নেতা হাসানুল হক ইনু এমপি মনে করেন এই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা প্রমাণ করেছে৷ তারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য