1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের কৃষকদের ঘুরে দাঁড়ানোর গল্প

কার্ল গিয়ার্সটর্ফার/এআই৩ মে ২০১৪

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ৷ মাত্রাতিরিক্ত বন্যা আর খরা এ দেশের কৃষকদের জীবন দুর্বিষহ করে তুলছে৷ তা সত্ত্বেও ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা৷

https://p.dw.com/p/1BsYj
ছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images

গ্রীষ্মে গাইবান্ধার উপর দিয়ে বয়ে চলে বালুঝড়৷ তাই শুষ্ক মৌসুমের পরের প্রথম বৃষ্টিপাতের অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ৷ পশুপাখির জন্যও তখন পানীয় জলের দরকার হয়৷

উন্নয়ন সংস্থা ‘‘প্র্যাক্টিক্যাল অ্যাকশন''-এর কৃষি বিজ্ঞানী কামাল হোসেন এবং নির্মল ব্যাপারী জলবায়ু পরিবর্তনের কারণে গাইবান্ধার স্থানীয় মানুষদের দুর্দশা সম্পর্কে অবগত৷ কামাল হোসেন বলেন, ‘‘এপ্রিল মাসে আমরা দেখি সবকিছু শুষ্ক হয়ে যায়৷ কোথাও পানি থাকে না৷ বালুঝড় হয়৷ অথচ আমরা যদি জুন-জুলাই মাসে সেখানে যাই তাহলে দেখবো চারদিকে শুধু পানি আর পানি৷ এখানে বড় সমস্যা হচ্ছে, যখন পানি দরকার তখন পাওয়া যায় না৷ আর যখন পাওয়া যায়, তখন পানির পরিমাণ এত বেশি হয় যে কোনো কাজে আসে না৷''

কৃষকের ঘুরে দাঁড়ানো

খোকা মিয়ার বয়স ৭০ বছরের বেশি৷ গত কয়েক বছরে অনেক বন্যা দেখেছেন তিনি৷ একসময় তিনি সফল কৃষক ছিলেন৷ নিজের অনেক জমিও ছিল৷ ছয় সন্তান এবং অনেক নাতি-নাতনি রয়েছে খোকা মিয়ার৷ কিন্তু বন্যা তাঁর জীবনে অনেক সমস্যা বয়ে এনেছে৷ এখন পরিবারের খাদ্যের জোগান নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেন তিনি৷

মাত্রাতিরিক্ত বন্যার কারণে জমিতে বালুর আস্তরণ পড়ে গেছে৷ আশার কথা হচ্ছে, এই বালুর মাঠে চাষের এক নতুন উপায় বের হয়েছে৷ কৃষকরা বালুর মধ্যে গর্ত খোঁড়েন৷ এরপর তারা গর্তের মধ্যে গোবর দিয়ে বীজ রোপণ করেন৷ এভাবে উৎপাদিত হচ্ছে মিষ্টিকুমড়া, যা হাজার হাজার মানুষের খাদ্যের চাহিদা মেটাতে সহায়তা করছে৷

বালুর মাঝে চাষ নিয়ে গবেষণা

নির্মল ব্যাপারী গত কয়েক বছর ধরে চাষের এই পন্থা পরীক্ষা করছেন৷ যে সব কৃষকরা জমি হারিয়েছেন, তাঁরা এ ভাবে চাষেবাদ করছেন এখন৷ তিনি বলেন, ‘‘মিষ্টিকুমড়া বেছে নেয়ার কারণ হচ্ছে, কৃষকরা এটা সহজেই চাষ করতে পারেন৷ তাঁরা এটি চাষের পদ্ধতি জানেন৷ আরেকটি ব্যাপার হচ্ছে, মিষ্টিকুমড়া এমন এক সবজি যা ‘কোল্ড স্টোরেজ' বা বিশেষ ব্যবস্থা ছাড়াই কৃষকের বাড়িতে ছয় থেকে আট মাস বা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়৷''

বন্যায় সব হারানো খোকা মিয়াও এখন এভাবে কৃষিকাজ করে পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছেন৷ দীর্ঘদিন সংরক্ষণের সুবিধা থাকায় সময় নিয়ে সারা মাস ধরে মিষ্টিকুমড়া বিক্রি করেন তিনি৷

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ৷ তবে সেদেশে উদ্ভাবিত বিভিন্ন সমাধান একই সমস্যায় থাকা বিশ্বের অন্যান্য দেশের জন্য আদর্শ হতে পারে৷