1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের আকাশে ‘মেহেদীর রং'

৪ ফেব্রুয়ারি ২০২১

এমন দিন বারবার আসুক বাংলাদেশ তা-ই চায়৷ চায় তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের মাঝে মাঝেই ছাপিয়ে যাক তরুণ প্রজন্ম৷ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে তাই হয়েছে৷

https://p.dw.com/p/3orIV
Cricket | Bangladesch Mehidy Hasan Miraz
ছবি: Munir Uz zaman/AFP

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মেহেদির রং লাগিয়ে বাংলাদেশ অলআউট হয়েছে ৪৩০ রানে৷

তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ ও মাশরাফী, এই পঞ্চপাণ্ডব বিদায় নিলে কী হবে বাংলাদেশ ক্রিকেটের? গত কয়েক বছর ধরেই ঘুরছে এই প্রশ্ন৷ ইতিমধ্যে মাশরাফী ‘প্রায়' বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে৷ এখনো ফিরে ফিরে আসে সেই প্রশ্ন৷ কিছুটা ধারাবাহিক হয়ে ভরসার অপর নাম হওয়ার পথে লিটন দাস৷ আশা জাগিয়েও অলরাউন্ডার সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি হতে বারবার ব্যর্থ হচ্ছিলেন যিনি, সেই মেহেদী হাসান মিরাজও আজ ঝলকে উঠে জানালেন তিনি আছেন উজ্জ্বল আগামীর আশা হয়ে৷

৫ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে খুব তাড়াতাড়িই যা চায়নি তা পেয়েছিল মোমিনুলের দল৷ আগের দিনের ৩৮-এর সঙ্গে কোনো রান যোগ না করেই লিটন বোল্ড৷ ওয়ারিকানের চতুর্থ শিকার হয়ে তার ফেরাই কিছু করে দেখানোর সুযোগ দিয়েছিল মেহেদী হাসান মিরাজকে৷ দেখিয়েছেন ঠিকই৷ ৬৮ রান করে সাকিবের ফিরে যাওয়াও হতোদ্যম করেনি তাকে৷ বরং ৩১৫ রানে সপ্তম উইকেট হারানো বাংলাদেশকে তাইজুল (১৮), নাঈম হাসান (২৪) এবং মুস্তাফিজের (৩) সহায়তায় নিয়ে গেছেন ৪৩০ রানে৷ শুধু তাই নয়, নিজের ২৩তম টেস্টে প্রথম সেঞ্চুরির দেখাও পেয়ে গেছেন৷ ১০৩ রান করার পর শেষ ব্যাটসম্যান হিসেবে কর্নওয়ালের বলে আউট হয়েছেন ঠিকই, তবে ততক্ষণে বাংলাদেশের ক্রিকেটের আকাশে মেহেদীর রং লেগে গেছে!

এসিবি/কেএম (ক্রিকইনফো)