1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশে সরকারকে ক্ষিপ্ত না করে সাংবাদিকতা হয়'

৬ মে ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল মনে করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা ততটুকুই প্রতিবাদ করেন, যতটুকু পর্যন্ত সরকার ক্ষিপ্ত হবে না৷ বিএনপি আমলে হলে বিষয়টি ভিন্ন হতো৷

https://p.dw.com/p/4Awwr
 Khaled Muhiuddin Asks 106
ছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' ইউটিউব টকশোতে এ মন্তব্য করেন তিনি৷ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত এই আলোচনার বিষয় ছিল ‘সাংবাদিকতার পুকুরে কুমির কারা'৷ অনুষ্ঠানটিতে এছাড়াও ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল৷ সঞ্চালনা করেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন৷

আসিফ নজরুল বলেন, ‘‘যে পরিমাণ নিষ্ঠুরতা সাংবাদিকদের সাথে করা হয়েছে, তার প্রতিবাদ সেভাবে করা হয়নি৷ আজকে এটা বিএনপি আমলে হলে বিষয়টি ভিন্ন হতো৷''

তিনি যোগ করেন, ‘‘২০১৩ সাল পর্যন্ত সাংবাদিকরা ‘পুতুপুতু' আন্দোলন করত না৷ আজকে সরকারের সহনীয় পর্যায়ে সাংবাদিকরা প্রতিবাদ করে, যতটুকু পর্যন্ত করলে সরকার ক্ষিপ্ত হবে না৷'' তবে বিএনপির আমলেও সাংবাদিকদের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি৷

এই বিষয়ে মঞ্জুরুল আহসান বুলবুল জানান, সাংবাদিকতা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না৷ সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভক্তির জন্য বিএনপি আমলের কথা উল্লেখ করেন৷

‘‘আমরা একতাবদ্ধ ছিলাম৷ রাজনৈতিক বিভক্তির জন্য বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করেন,'' বলেন তিনি৷

বর্তমান সরকার প্রধান সাংবাদিকবান্ধব কি না, দর্শকের কাছ থেকে নিয়ে এ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন৷ জবাবে বুলবুল বলেন, ‘‘এটা আগের কোন সরকারপ্রধানের কাছ থেকেও পাই নাই৷''

তবে বর্তমান সরকারপ্রধান সাংবাদিকদের সহায়তা করেন বলে উল্লেখ করেন তিনি৷ আর বর্তমান সরকার প্রধান সমালোচনা করে প্রশ্ন সহ্য করতে পারেন কি না এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি৷ তবে আসিফ নজরুল বলেন, ‘‘দর্শক যে প্রশ্ন করেছে তার উত্তর দেয়ার সাহস বুলবুল ভাই বা আমার কারোরই নাই৷''

দুই অতিথিই ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করেন৷ আসিফ নজরুল বলেন, ‘‘বিএনপি আমলে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল না৷ এখন সেই আইনও আছে৷ তাই এখন অবস্থা আরো গুরুতর৷''

আর বুলবুল বলেন, ‘‘আইনটির বিরুদ্ধে আন্দোলনও করতে হবে, আবার সাংবাদিকদেরও এমনভাবে কাজ করতে হবে যেন এ আইনে তাদের ধরা না যায়৷''

এআই/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য