1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছে এক হাজার নারী

১৭ জুন ২০১১

বাংলাদেশে গত পাঁচ বছরে কমপক্ষে এক হাজার নারী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন৷ নির্যাতনের ৭০ ভাগ ঘটনার ক্ষেত্রেই পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়না৷ এহেন ঘটনা এড়াতে, ‘ভিকটিম প্রটেকশন অ্যাক্ট’ করতে যাচ্ছে সরকার৷

https://p.dw.com/p/11eXK
ছবি: Fotolia/Arman Zhenikeyev

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরের ওপর স্বামীর এই নির্যাতন সব মহলকে নাড়া দিয়েছে৷ কিন্তু বাংলাদেশে এরকম আরো অনেক নারী রয়েছে, যাঁরা নিরবে পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছেন৷

পুলিশের ধারনা, সর্বোচ্চ ২০ থেকে ৩০ ভাগের মতো নির্যাতনের ঘটনা থানায় অভিযোগ করা হয়৷ বাকিরা পরিবারিক এবং সামাজিক চাপের কারণে থানায় অভিযোগ করেন না৷ মানবাধিকার সংগঠন এবং পুলিশের হিসেব মতে, গত পাঁচ বছরে বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার নারী৷ আর আইনী সহয়তাকেন্দ্রগুলোতে নির্যাতিত নারীদের ভিড় বাড়ছে প্রতিদিনই৷ নারীদের আইনী সহয়তাদানকারী মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট পারভিন সুলতানা খান জানান, নারীরা শুধু তাঁর স্বামীর হাতেই নয়, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের দ্বারাও নির্যাতনের শিকার হন৷

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন জানান, নারী নির্যাতন রোধে দেশে পর্যাপ্ত আইন আছে৷ কিন্তু এর কার্যকর প্রয়োগ না হওয়ায়, ফল পাওয়া যাচ্ছেনা৷ তিনি জানান, নির্যাতিতাদের সুরক্ষায় ‘ভিকটিম প্রটেকশন অ্যাক্ট' করতে যাচ্ছে সরকার৷

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনকারী স্বামী হাসান সাইদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ৷ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, হাসান সাইদ নির্যাতনের কথা স্বীকার করেছে৷ তবে তার সঙ্গে এই নির্যাতনে আরো কোনো সহযোগী আছে কিনা - পুলিশ এখন তা জানার চেষ্টা করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ