1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নির্বাচন: ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ

৬ জানুয়ারি ২০২৪

নির্বাচনকে ঘিরে দমনমূলক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভুলে। গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ৷

https://p.dw.com/p/4avqe
আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিকে।৭ জানুয়ারির এ নির্বাচন তারা গভীর পর্যবেক্ষণে রাখছে। তারা দেখতে চায়, বিএনপি ছাড়া এই নির্বাচন কেমন হয়।
আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিকে।৭ জানুয়ারির এ নির্বাচন তারা গভীর পর্যবেক্ষণে রাখছে। তারা দেখতে চায়, বিএনপি ছাড়া এই নির্বাচন কেমন হয়।ছবি: Adnan Abidi/REUTERS

ক্লেমা নালেতসোভি ভুলে শুক্রবার (৫ জানুয়ারি) তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তার অফিশিয়াল অ্যাকাউন্টে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি পোস্ট করেছেন। শান্তিপূর্ণ সমাবেশ এবং সমাবেশের স্বাধীনতার অধিকার বিষয়ক জাতিসংঘের এই র‍্যাপোর্টিয়ার বলেছেন, ‘‘রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমন-পীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বার বার আহ্বান জানিয়েছি৷ আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন৷''

তিনি বলেন, ‘‘বাংলাদেশের সুশীল সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ বন্ধ করার জন্য আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি৷ নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের৷''

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দফা মানবাধিকার সনদ দিয়েছে ৷

সংগঠনটি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) তাদের ওয়েবসাইটে এই ১০ দফার সনদ প্রকাশ করে৷

আরো পড়ুন- বাংলাদেশে নির্বাচন: শান্তিপূর্ণ ভোট হবে কিনা, সংশয়ে কমিশন

আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ অ্যামনেস্টির ১০ দফায় আন্তর্জাতিক চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার অনুযায়ী দেশটির মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতার গুরুত্বও  তুলে ধরা হয়েছে৷

বাংলাদেশের জন্য অ্যামনেস্টির দেওয়া ১০ দফা মানবাধিকার সনদের দাবি গুলোর মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ও রক্ষা করা, প্রতিবাদ করার সুরক্ষা দেয়া, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটানো, নারীর অধিকার রক্ষা, ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা, মৃত্যুদণ্ড বিলোপ করা, জলবায়ু সংকট মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক, টেকসই পদক্ষেপ নেয়া, হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটানো, ও করপোরেট দায়বদ্ধতা এবং  শ্রম অধিকার সমুন্নত রাখার কথা রয়েছে৷

কমনওয়েলথ মহাসচিব আরটি হন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি, বাংলাদেশের সকল রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দকে নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি অনুকূল পরিবেশে বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷


তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার আহ্বান জানান৷ কমনওয়েলথ সেক্রেটারি-জেনারেল বলেন, ‘‘৭ জানুয়ারির নির্বাচনের দিকে এবং তার পরেও বাংলাদেশের প্রতি আমার নজর থাকবে৷ আমি সকল নেতা, প্রার্থী এবং দলগুলির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে,  তারা যেন গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার রক্ষায় কমনওয়েলথ এর মূল্যবোধকে আরও সামনে এগিয়ে নিয়ে যায়৷''  

বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে কমনওয়েলথ এর একটি বিশেষজ্ঞ দল পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে এসেছে৷ বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব জানান, কমনওয়েলথ সচিবালয় তাদের সদস্য রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার প্রক্রিয়া অব্যাহত রাখবে৷

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও৷ দ্য গার্ডিয়ান, দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি, আল-জাজিরার মতো বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনামেও ছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে সংবাদ৷

এসএইচ/এডিকে