1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে দারিদ্র্যের চেহারা পাল্টাচ্ছে

২০ জুন ২০১০

বাংলাদেশে দারিদ্র্যের চেহারা পাল্টাচ্ছে৷ এখন আর না খেয়ে মারা যাওয়ার হিসেব দিয়ে দারিদ্র্য নিরূপণের সময় নেই৷ দারিদ্র্য নিরূপণ করতে হবে কে কতটুকু পুষ্টি পাচ্ছে তা দিয়ে৷

https://p.dw.com/p/Ny0G
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকছবি: Mustafiz Mamun

সেই হিসেবে অনেক মধ্যবিত্ত এখন দারিদ্র্যর মধ্যে বসবাস করছে৷ তারা প্রয়োজনীয় পুষ্টির খাবার পাচ্ছে না৷

রোববার অর্থনৈতিক রিপোর্টাস ফোরামের বাজেট আলোচনায় প্রাধান্য পেয়েছ দারিদ্র্য আর অপুষ্টি৷ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্যের চেহারা পাল্টাচ্ছে৷ ফলে মধ্যবিত্তরাও দারিদ্র্যের শিকার হচ্ছেন৷ '৭৪ এর মত মানুষ আর না খেয়ে মরছে না সত্য৷ কিন্তু অপুষ্টির শিকার হচ্ছেন অনেকে৷ তারা নিয়মিত এবং সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার পাচ্ছেননা৷ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর জন্য দায়ী৷ কিন্তু প্রস্তাবিত বাজেটে এ বিষয়টির দিকে নজর দেয়া হয়নি৷

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তার কথার জবাবে বলেন, সরকার খাদ্য নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দিচ্ছে৷ তিনি বলেন, সামাজিক সূচকের উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমা-এসব বিষয় বিবেচনা করলে মনে হবে পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ দারিদ্র্য সীমার নিচে লোকসংখ্যা কমছে৷ কিন্তু বাস্তবে দক্ষিন এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে বাংলাদেশ ভাল অবস্থানে নেই৷

সেমিনারে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করা গেলে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব৷ আর শুধুমাত্র প্রবৃদ্ধি কখনোই সামাজিক উন্নয়ন নিশ্চত করেনা৷ এর সঙ্গে প্রয়োজন ন্যায়বিচার৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক