1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের চ্যানেল একটাও নেই

৬ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশে টিভি চ্যানেলের সংখ্যা বাড়ছে৷ অবস্থা এমন যে, ঠিক ক’টি বাংলা চ্যানেল আছে সেটা হঠাৎ বলা কঠিন৷ কিছু চ্যানেল সংবাদভিত্তিক, কিছু বিনোদনের৷ তবে বিষয়ভিত্তিক চ্যানেলের অভাব প্রকট, বিশেষ করে শিশুদের চ্যানেল একটাও নেই৷

https://p.dw.com/p/2TlXm
ছবি: picture alliance/dpa/J. Kalaene

জার্মানিতে সন্তানের বাবা হওয়ার সুবাদে মাঝেমাঝে ঘুম থেকে উঠে বাচ্চাদের একটি চ্যানেল দেখতে হয়৷ কিকা৷ শুধুমাত্র শিশুদের তৈরি চ্যানেলটিকে আগে তেমন গুরুত্ব দিয়ে দেখিনি৷ কিন্তু এখন যতই দেখছি ততই অবাক হচ্ছি৷ চ্যানেলটিতে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে অনুষ্ঠান প্রচার করা হয়৷ যেমন কোন সময়ে কোন বয়সের শিশুরা চ্যানেলটি দেখছে সেটা তাদের হিসেবে থাকে৷ ফলে সকালের দিকে দেখা যায়, কিন্ডারগার্টেনগামী শিশুদের জন্য উপযোগী অনুষ্ঠান প্রচার হচ্ছে, আবার সন্ধ্যা সাতটার কিশোর, কিশোরীদের উপযোগী অনুষ্ঠান৷ সপ্তাহান্তের অনুষ্ঠানের তালিকায় থাকে শিক্ষামূলক ডকুমেন্টারি, যা সব বয়সি শিশুদের জন্যই প্রযোজ্য৷

কিকা-র অনুষ্ঠানের ধরনটা ইনফোএন্টারটেইনমেন্ট টাইপের৷ একবার উড়োজাহাজ বিষয়ক এক অনুষ্ঠান দেখানো হলো যেখানে একটু ফানি টাইপের এক মডারেটর উড়োজাহাজ তৈরির পেছনের ইতিহাস থেকে শুরু করে, প্রযুক্তির উন্নতি এবং কীভাবে বর্তমানে বিমান চালানো হয় সবই নিজে করে করে দেখালেন অত্যন্ত সহজ ভাষায়৷ এমনকি বিমানের পাইলটের সঙ্গে বসে দিব্যি আকাশে কয়েক দফা চক্করও দিলেন তিনি৷ বলাবাহুল্য, শুধু শিশু নয়, শিশুর অভিভাবকরাও এ সব থেকে জানতে পারে অনেককিছু৷

আরাফাতুল ইসলাম
আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

আবার কার্টুনের মাধ্যমেই শিশুদের স্বাবলম্বী করে তোলার একটা উদ্যোগ থাকে কিকা-র মধ্যে৷ অন্য বন্ধুদের সঙ্গে কীভাবে মিশতে হবে বিশেষ করে বহুসংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া আর পরের উপকার করার মতো বিষয়াদি সুন্দর করে শেখানো হয় কার্টুনে৷ আর নাচগানের অনুষ্ঠানতো আছেই৷

কিকা-র আরেকটি ইতিবাচক দিক হচ্ছে শিশুদের ভাষার উপর দখল পোক্ত করতে সহায়তা করা৷ বিশুদ্ধ, সঠিক উচ্চারণে শিশুদের ভাষা শেখানোর প্রাথমিক ধাপটা কিকাই অনেকটা করে দেয়৷ বিশেষ করে অভিবাসী পরিবারের শিশুদের জন্য এটা এক বড় সুবিধা৷ জার্মান ভাষার যেসব শব্দ ‘স্ল্যাং' হিসেবে ব্যবহার করা হয় সেগুলোকে সযতনে এড়িয়ে যাওয়া হয় এই চ্যানেলে৷

কিকা শিশুদের সরকারি টেলিভিশন চ্যানেল৷ এটির পাশাপাশি আরো একটি শিশুদের চ্যানেল রয়েছে যেটি বেসরকারি৷ দু'টো চ্যানেলই শিশুদের ডিজিটাল বিনোদনের অন্যতম উৎস৷ এই চ্যানেল দু'টো দেখলে বাংলাদেশের জন্য আফসোস হয়৷ এত চ্যানেলের কথা সেদেশে শোনা যায়, অথচ শিশুদের জন্য বিশেষায়িত কোনো চ্যানেল নেই৷

আমার মনে হয়, বাংলাদেশের সরকারের উচিত এই দিকটাতে বিশেষ খেয়াল দেয়া৷ ক্রমশ অর্থনৈতিকভাবে উপরের দিকে ওঠা একটি দেশের শিশুদের জন্য একটি চ্যানেল তৈরি অসম্ভব কোনো ব্যাপার নয়৷ প্রয়োজন আসলে সদিচ্ছা৷ উপযুক্ত চ্যানেল তৈরি করা গেলে শিশুদের হিন্দি চ্যানেল বা অপ্রাপ্তবয়স্কদের উপযোগী নয় এমন কার্টুন দেখার প্রয়োজন পড়বে না৷ বরং ‘ইনফোএন্টারটেইনমেন্টের' মাধ্যমে শিশুদের অনেক শিক্ষা দেয়া যাবে যা তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়ার পথে সহায়ক হবে৷

আপনার কী মনে হয়? শুধু শিশুদের জন্য কি একটি টেলিভিশন চ্যানেল দরকার আছে? লিখুন নীচের মন্তব্যে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য