1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনীতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ অক্টোবর ২০১২

বিশ্বব্যাংক মনে করে এবার বাংলাদেশ তার কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না৷ তাদের ধারণা লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬ ভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হতে পারে৷ তবে বিশ্ব পরিস্থিতিতে এই প্রবৃদ্ধিকেও ভাল বলে মনে করে তারা৷

https://p.dw.com/p/16U2z
ছবি: AP

একই সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান এলেন গোল্ডস্টাইন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দুর্নীতির তদন্ত এবং পদ্মা সেতুর নির্মাণ কাজ একই সঙ্গে চলতে পারে৷

চলতি বাজেটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২ ভাগ৷ তবে বিশ্বব্যাংক মনে করে, এই প্রবৃদ্ধি অর্জন বাংলাদেশের পক্ষে অর্জন কঠিন হবে৷ বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন এর কারণ ব্যাখ্যা করে বলেন, মন্দার কারণে ইউরো অঞ্চল এবং অ্যামেরিকাসহ উন্নত বিশ্বে বাংলাদেশি পণ্যের চাহিদা কিছুটা কমে গেছে৷ আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিনিয়োগ পরিকল্পনা পুরোমাত্রায় সফল হবে না৷ ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ ভাগে সীমাবদ্ধ থাকতে পারে৷

তবে ৬ ভাগ প্রবৃদ্ধিকে স্বাস্থ্যকর এবং সন্তোষজনক বলে মনে করেন তিনি৷ তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রবৃদ্ধি অর্জনের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে৷ আর আইএমএফ যে পূর্বাভাস দিয়েছে তাতে প্রবৃদ্ধি অর্জনে বিশ্বের ১৫০ টি দেশের মধ্য বাংলাদেশের অবস্থান ৩৫ তম৷

এদিকে, সংবাদ সম্মেলনে উপস্থিত বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান এলেন গোল্ডস্টাইন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি মনে করেন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত এবং সেতু নির্মাণ কাজ একই সঙ্গে চলতে পারে৷ তবে তিনি এও জানান, নির্মাণ কাজ শুরুর জন্য বিশ্বব্যাংকের ২য় দল কবে আসবে তা এখনো নিশ্চিত নয়৷

উল্লেখ্য, চলতি মাসেই বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক বিশষজ্ঞ প্যানেল বাংলাদেশ সফর করে পদ্মা সেতু প্রকল্পে দুদকের তদন্ত পর্যবেক্ষণ করে গেছে৷ দুদক দাবি করেছে, তাদের তদন্ত কাজে সন্তুষ্ট বিশ্বব্যাংকের প্রতিনিধি দল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য