1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে উপ-নির্বাচন চলছে সেনা মোতায়েন ছাড়াই

২৭ জানুয়ারি ২০১১

অবশেষে সেনা মোতায়েন ছাড়াই বৃহস্পতিবার শুরু হয়েছে সংসদের ২টি আসনের উপ-নির্বাচন৷ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে৷ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত৷

https://p.dw.com/p/105is
Polls, opened, Bangladesh, elections, Election, commission, কড়া, নিরাপত্তা, ভোটগ্রহণ, বাংলাদেশ, উপ-নির্বাচন, সেনা মোতায়েন,
কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছেছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশনার সহুল হোসাইন বলেছেন, সেনা মোতায়েনের তারা চেষ্টা করেছেন৷ কিন্তু সরকারের দিক থেকে চিঠির জবাব পাননি৷ তিনি জানান, সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠু নির্বাচনের সব আয়োজন করা হয়েছে৷ তাঁর মতে, এই নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে কোন সমস্যা হবে না৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৃহস্পতিবারের নির্বাচন প্রহসনের নির্বাচন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন৷ তিনি অভিযোগ করেন, তাদের নেতা-কর্মী এবং ভোটাররা ভয়-ভীতির মধ্যে রয়েছেন৷ প্রশাসনকে দলীয়ভাবে ব্যবহার করা হচ্ছে৷ সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁর শঙ্কা অনেক৷ তিনি মনে করেন, ভোট কেন্দ্র এলাকায় সেনা মোতায়েন হলে ভোটাররা আস্থা পেত৷ নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান৷

হবিগঞ্জ-১ এবং ব্রাহ্মনবাড়িয়া-৩ আসন ২টি আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে শূন্য হয়৷

এদু'টি আসনের নির্বাচন এখন বড় দুই দলের প্রেস্টিজ ইস্যু৷ আওয়ামী লীগ চাইছে তার আসন ধরে রাখতে৷ আর বিএনপি চাইছে পৌর নির্বাচনের সাফল্যকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের সংসদীয় আসনে ভাগ বসাতে৷

এদিকে বৃহস্পতিবার একই সঙ্গে ১২টি পৌর এলাকার নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে৷ এর আগে ৪ দফায় ৭টি বিভাগে পৌর নির্বাচন হলেও ১২ টি পৌর এলাকার নির্বাচন হয়নি নানা কারণে৷ ১২টি পৌর এলাকার নির্বাচনেও সেনা মোতায়েন করা হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন