1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ইউরোপ ও আরো ১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা

১ এপ্রিল ২০২১

ইউরোপ এবং আরো ১২টি দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ৷ যুক্তরাজ্যকে এর বাইরে রাখা হয়েছে৷ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে৷ শনিবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর হবে৷

https://p.dw.com/p/3rVEE
যেসব এয়ারলাইন্স এসব দেশ থেকে বাংলাদেশে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে, তারা নিষেধাজ্ঞার এই সময়ে শুধু ট্রানজিট যাত্রীদের আনতে পারবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব এয়ারলাইন্স এসব দেশ থেকে বাংলাদেশে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে, তারা নিষেধাজ্ঞার এই সময়ে শুধু ট্রানজিট যাত্রীদের আনতে পারবে।ছবি: Mortuza Rashed

ইউরোপের সব দেশ এবং বিশ্বের আরো ১২টি দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ৷ তবে যুক্তরাজ্যকে এর বাইরে রাখা হয়েছে৷ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে৷ শনিবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞাটি কার্যকর হবে৷

ইউরোপের বাইরে এই তালিকায় আছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও  উরুগুয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব এয়ারলাইন্স এসব দেশ থেকে বাংলাদেশে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে, তারা নিষেধাজ্ঞার এই সময়ে শুধু ট্রানজিট যাত্রীদের আনতে পারবে।

গণপরিবহণ সংকট, ঢাকায় যাত্রীদের ভোগান্তি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনে যাত্রী সংখ্যা সীমিত করার সিদ্ধান্তের পর বাংলাদেশের রাজধানী ঢাকায় দেখা দিয়েছে বাস সঙ্কট ও ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তি। কোনো কোনো স্থানে যাত্রীরা সড়ক বন্ধ করে ক্ষোভও জানিয়েছেন৷ অফিসগামী যাত্রীদের রাস্তায় নেমে ভুগতে হয়েছে, একই সংকট হয়েছে অফিস ছুটির পরও৷ কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে৷ দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর বুধবার থেকে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয়। বিকল্প ব্যবস্থা না করেই এমন সিদ্ধান্ত নেয়ার সমালোচনা করেছেন অনেকেই৷

করোনায় এক দিনেই শনাক্ত রোগী ৬৪৬৯

২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর নতুন রেকর্ড হয়েছে বাংলাদেশে৷ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৪৬৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, একই সময়ে মৃত্য়ু হয়েছে ৫৯ জনের৷ এ নিয়ে বাংলাদেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১০৫ জনে।

মিয়ানমারে গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের দূতের

মিয়ানমারে গৃহযুদ্ধ ও রক্তপাতের আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রেনার বুর্গেনার৷ বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমার পরিস্থিতি নিয়ে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসে৷ সেখানেই বুর্গেনার সম্ভাব্য সব ধরনের সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, মিয়ানমারের জান্তার সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷ সেক্ষেত্রে রক্তপাত এড়ানোর উপায় থাকবে না৷ এদিকে বৃহস্পতিবার মিয়ানমারের আদালতে সু চির বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শুরু হয়েছে৷ এক ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৩৫ জন নিহত হয়েছেন দেশটিতে৷


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ৪

ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্য ভবনে বন্দুকধারীর হামলায় অন্তত চার জন নিহত ও একজন আহত হয়েছেন৷ নিহতদের মধ্যে এক শিশুও আছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম৷ পুলিশের গুলিতে বন্দুকধারী আহত হয়েছেন৷ দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ৷ নিহতের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ৷ ঘটনা তদন্তে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে৷ এর আগে গত সপ্তাহে কলোরাডোতে এক মুদির দোকানে বন্দুক হামলায় ১০ জন মানুষ মারা যান, তার আগের সপ্তাহে আটলান্টায় তিনটি স্পাতে হামলা চালায় বন্দুকধারী৷ সেই হামলায় নিহত আট জনের মধ্য়ে ছয় জনই ছিলেন এশিয়ান বংশোদ্ভূত৷

এডিকে/কেএম