1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন নিশ্চিত করতে চান মিকস

৫ ফেব্রুয়ারি ২০২২

মার্কিন-বাংলাদেশ সম্পর্ক সুসংহত করার পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ করতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কংগ্রেসম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস৷ মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এক বিবৃতিতে জানিয়েছে একথা৷

https://p.dw.com/p/46ZBM
মার্কিন কংগ্রেস সদস্য মিকসছবি: Ken Cedeno/Pool//abaca/picture alliance

বাংলাদেশের বিশেষ পুলিশ বাহিনী ব়্যাবের উপর নিষেধাজ্ঞা, এবং গণতন্ত্র ইস্যু নিয়ে শুক্রবার এক বিবৃতিতে মার্কিন কংগ্রেস সদস্য এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস বলেন, ‘‘আমি বিশ্বাস করি সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সবচেয়ে কার্যকর হতে পারে এবং মনে করি না যে বাংলাদেশের উপর ঢালাওভাবে নিষেধাজ্ঞা এই মুহূর্তে প্রয়োজন৷ তবে, আমি মানবাধিকার লঙ্ঘনের দায়ে ‘গ্লোবাল ম্যাগনেটস্কি হিউম্যান রাইটস এন্ড একাউন্টেবিলিটি অ্যাক্টের' আওতায় ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (ব়্যাব) এবং এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর বাইডেন প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে সমর্থন করি৷''

মার্কিন এই প্রভাবশালী রাজনীতিবিদ বিবৃতিতে আরো বলেছেন, ‘‘আমি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদার করাকে সমর্থন করে যাবো এবং দেশটির (বাংলাদেশ) আগামী নির্বাচনগুলো যাতে অবাধ ও সুষ্ঠু হয় তা নিশ্চিতের পাশাপাশি মানবাধিকার এবং গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে আমি উন্মুখ৷''

ইংরেজি বিবৃতিটি পাবেন এখানে

প্রসঙ্গত, গত সপ্তাহে কংগ্রেসম্যান মিকসের কয়েকটি মন্তব্য উদ্বৃত করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস একটি সংবাদবিজ্ঞপ্তি প্রকাশ করে৷ তবে, সেগুলো খণ্ডিত বক্তব্য বলে দাবি করেন ফ্যাক্ট চেকাররা৷

নিউ ইয়র্কের কুইনস এলাকায় তহবিল সংগ্রহ সংক্রান্ত একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজে সোমবার মিকস ঠিক কী বলেছিলেন সেই বিতর্কের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিটি প্রকাশ করেছে৷