1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশিদের ইটালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

৩০ মে ২০২১

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইটালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে রোম৷ তিন দেশের নাগরিকদের উপর এই সিদ্ধান্ত কার্যকর হলেও ইটালির নাগরিকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না৷

https://p.dw.com/p/3uBYK
ফাইল ছবিছবি: picture-alliance/ZUMAPRESS/M. Scrobogna

ভারতে শনাক্ত করোনার ধরন ঠেকাতে এপ্রিলের শেষ দিকে এই তিন দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয় ইটালি৷ রোববার পর্যন্ত তা কার্যকর থাকার কথা ছিল৷ মেয়াদ বাড়িয়ে তা এখন ২১ জুন পর্যন্ত করা হয়েছে৷ এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইটালির স্বাস্থমন্ত্রী রবার্তো স্পারেন্সার একজন মুখপাত্র৷

এর আগে গত বছরের জুলাইতে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইটালি কর্তৃপক্ষ৷ বাংলাদেশিদের জন্য দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে গত অক্টোবর মাসে৷ 

গত ২৯ মে নতুন করে বাংলাদেশসহ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইটালি৷ সেসময় ভারত থেকে আসা একটি ফ্লাইটের ২১৩ যাত্রীর ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়৷

গত বছরের শেষ দিকে বি.১.৬১৭ নামে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে ভারতে৷ দেশটিতে মারাত্মকভাবে করোনা ছড়িয়ে পড়ার জন্য এটিকে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে৷

এফএস/এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান