1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশ মধ্যযুগে চলে যাবে’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ এপ্রিল ২০১৩

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মানলে বাংলাদেশ মধ্যযুগে চলে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা৷ তাদের কথা, সরকার নমনীয় হলেও দেশের মানুষ তা মানবেনা৷ আর নারী অধিকারে কোন আঘাত আসলে তা প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন নারী নেত্রীরা৷

https://p.dw.com/p/18Azj
Activists of Islami Andolan Bangladesh shout slogans as they take part in a grand rally in Dhaka March 29, 2013. Islami Andolan Bangladesh organised the grand rally to demand the introduction of a blasphemy law and the restoration of a caretaker government system to conduct the upcoming general elections, among the other issues, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST TPX IMAGES OF THE DAY)
ফাইল ফটোছবি: Reuters

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে ব্ল্যাসফেমী আইন এবং কথিত ‘ব্লগার নাস্তিকদের' ফাঁসির দাবি ছাড়াও আরো কিছু দাবি আছে যা বিস্ময়কর এবং প্রগতি বিরোধী৷ তারা নারী নীতি বাতিলের দাবি জানিয়েছে, দেশের ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও নতুন ভাস্কর্য নির্মাণ বন্ধ, নারী-পুরষের সহবস্থান নিষিদ্ধ এবং মোমবাতি প্রজ্জ্বলনসহ তাদের ভাষায় বিজাতীয় সংস্কৃতি অনুপ্রবেশ বন্ধ করতে বলেছে৷

Bangladeshi Hifazat-e Islam activists shout slogans during a rally in Dhaka on April 5, 2013. Both secular and Islamist protesters have taken to the streets over the war crimes trials of leaders of the Islamic Jamaat-e-Islami party in cases related to the 1971 liberation war against Pakistan. Operators of top Bangladeshi blogs said they had blacked out their sites to protest against a government crackdown on atheist bloggers in the face of pressure from radical Islamists. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়’ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘‘হেফাজতে ইসলাম মূলত দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চাইছে৷ তারা দেশে প্রগতি এবং আধুনিকতার চাকা থামিয়ে দিতে চাইছে৷ কিন্তু দেশের মানুষ তা মেনে নেবেনা৷

‘‘তাদের লংমার্চ পরবর্তী সমাবেশে স্পষ্ট হয়েছে যে তারা জামায়াতকে রক্ষায় মাঠে নেমেছে৷ কারণ তারা কথিত ‘ব্লগার নাস্তিকদের' গ্রেফতারের দাবির নামে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ডা. ইমরান এইচ সরকারকে গ্রেফতারের দাবি জানিয়েছে৷ তাদের অপরাধ তারা যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের সংগঠন জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবি তুলেছে৷''

অধ্যাপক কামাল বলেন, ‘‘এই হেফাজতে ইসলাম জামায়াতকে হেফাজতের পাশাপাশি দেশের সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস এবং মুক্তিযোদ্ধার চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ একুশে টেলিভিশনের নারী সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলার মধ্য দিয়ে হেফাজতে ইসলাম প্রমাণ করেছে তারা কতটা নারী ও প্রগতি বিরোধী৷ তারা নারীদের খাঁচায় বন্দি করতে চায়৷ কিন্তু তাদের সে আশা পুরণ হবেনা৷''

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়, বলেন কামাল৷ তাঁর কথায়, ‘‘তারা (হেফাজতে ইসলাম) ধর্মকে ব্যহার করে হয়তো সাময়িক উন্মাদনা সৃষ্টি করতে পারবে কিন্তু সফল হবেনা৷ কারণ এই ধর্ম ব্যবসায়ীদের এদেশের মানুষ ভালভাবেই চেনে৷''

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক ড. মাহবুবা নাসরিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘নারীরা আজ বাংলাদেশে নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে৷ তাদের প্রগতির পথে কোন অন্তরায় বা বাধা এলে তা মেনে নেয়া হবেনা৷ নারী সমাজ সম্মিলিতভাবে তা প্রতিহত করবে৷

Activists of Hifazat-e Islam shout slogans during a rally in support of the Long March, a march from Chittagong to Dhaka, in Dhaka, Bangladesh, Friday, April 5, 2013. A number of activists under the banner of Hifazat-e Islam are set to start their long march from Chittagong to Dhaka Saturday on foot to protest against Bangladeshi bloggers who they allege are hurting religious sentiments of the country's Muslim majority. (AP Photo/A.M. Ahad)
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির মধ্যে ব্ল্যাসফেমী আইন এবং কথিত ‘ব্লগার নাস্তিকদের' ফাঁসির দাবি ছাড়াও আরো কিছু দাবি আছে যা বিস্ময়কর এবং প্রগতি বিরোধীছবি: picture-alliance/AP Photo

‘‘হেফাজতে ইসলাম যে দাবি করেছে তা যে বাস্তবায়ন হবে ভাবার কোন কারণ নেই৷ তাদের যদি কোন বাস্তব সম্মত দাবি থাকে তা বিবেচনা করা যেতে পারে৷ কিন্তু গণবিরোধী কোন দাবি মানলে সরকারকে তার মাশুল দিতে হবে৷ মনে রাখতে হবে, হেফাজতের দাবি অনুযায়ী দেশ চলতে পারেনা৷''

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সরকারকে হেফাজতের ব্যাপারে কঠোর হতে হবে৷ জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে৷ আর বিএনপিকে তাদের কাছ থেকে সরে আসতে হবে৷ নয়তো মৌলবাদের ফনা থেকে তাদের কেউ বাঁচাতে পারবেনা৷ তারাও ক্ষতিগ্রস্ত হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য