‘বাংলাদেশ ফুটবলকে কলঙ্কিত করেছে সালাউদ্দিন' | পাঠক ভাবনা | DW | 17.11.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘বাংলাদেশ ফুটবলকে কলঙ্কিত করেছে সালাউদ্দিন'

বাংলাদেশের ফুটবলের মান এত নীচে নেমে যাওয়ার জন্য অধিকাংশ পাঠক সালাউদ্দিনকেই দায়ী করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

কামরুজ্জামান বিপ্লবও সরাসরি সালাউদ্দিনকে দায়ী করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ ফুটবলকে কলঙ্কিত করেছে সালাউদ্দিন৷''

আরিফ আহমেদ বলছেন, ‘‘সালাউদ্দিন এত কোচ বদল করলেন কিন্তু ‘হেড' হিসেবে তিনিই আছেন৷''

ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক সাদাতও কটাক্ষ করে লিখেছেন, ‘‘সালাউদ্দিন থাকবেই, ফুটবল থাক আর না থাক৷''

এমদাদুল হকেরও একই মত৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের ফুটবলের এই অবস্থার জন্য দায়ী সালাউদ্দিন৷''

মো. শফিক, রঞ্জু হক, সুজন সাইফুজ্জামান ও অনিন্দ কুমারেরও এই একই মত৷ আর রেজা জায়িদ ফুটবলকে আবার সামনে আনতে জেলা পর্যায়ে লীগ খেলা আয়োজন করার প্রস্তাব দিয়েছেন৷ ইকবাল খান পাঠক রেজার এই পরামর্শকে সমর্থন করেছেন৷

‘‘বাংলাদেশের ক্রিকেটের মান ভালো আর ফুটবলের মান এত খারাপ কেন?'' – এই প্রশ্ন পাঠক আল-আমিনের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন