1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-জিম্বাবোয়ে খেলা পরিত্যক্ত

১০ ডিসেম্বর ২০১০

বৃষ্টিতে মাঠ ভেজা থাকার কারণে বাংলাদেশের চট্টগ্রামে মাইক্রোম্যাক্স সিরিজের চতুর্থ একদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শুক্রবার৷ চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে সকাল ৯ টায় খেলা শুরু হবার কথা ছিল৷

https://p.dw.com/p/QUyd
বাংলাদেশ-জিম্বাবোয়ের এবারের খেলা বাতিলছবি: AP

কিন্তু সেখানে সকাল ১০ টাতেও বৃষ্টি ছিল৷ বেলা সাড়ে ১২টাতেও মাঠ পরিদর্শন করা হয়, কিন্তু দেখা যায় মাঠ খেলার উপযোগী নয়৷ অবশেষে বেলা পৌনে ১ টায় আম্পায়াররা খেলা পরিত্যক্ত হবার ঘোষণা দেন৷ আম্পায়ার ক্রিস ব্রড বলেন, দুই দলের ক্যাপটেনই মাঠ পরিদর্শন করে দেখেছেন মাঠ খেলার উপযোগী নয়৷ জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজের দু'টি খেলায় জিতে এগিয়ে আছে বাংলাদেশ৷ প্রথম খেলায় জিতেছে জিম্বাবোয়ে৷ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ১২ ডিসেম্বর পঞ্চম ও শেষ খেলাটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷

সে ম্যাচ জিতে সিরিজ সমতা আনতে চায় জিম্বাবোয়ে আর বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়৷ দুই দলেরই ধারণা, চট্টগ্রামের উইকেট থেকে স্পিনাররাই বেশি সুবিধা পাবে৷ তাই দুই দলের পরিকল্পনা তৈরি হচ্ছে স্পিনারদের ঘিরেই৷

বাংলাদেশ দলের পেসার মাশরাফি বিন মর্তুজা সিরিজে জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘আব্দুর রাজ্জাক ও অধিনায়ক সাকিব আল হাসান সিরিজে খুব ভালো বল করছেন৷ তারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে বাংলাদেশ অবশ্যই জিতবে৷''

জিম্বাবোয়ের ব্যাটসম্যান ক্রেগ আরভিনও জেতার ব্যাপারে খুব আশাবাদী৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক