1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা ব্লগের আঙিনায় জমজমাট ‘ভোট যুদ্ধ’

২৯ মার্চ ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ভোটাভুটি চলছে এখন৷ এই মুহূর্তে মানবাধিকার বিভাগে আদিবাসী বাংলা ব্লগ ইউজার ভোটে সেরার আসন দখল করে আছে৷

https://p.dw.com/p/10jOS
মানবাধিকার বিভাগে বর্তমানে শীর্ষে আছে আদিবাসী বাংলা ব্লগছবি: w4study.com

ডয়চে ভেলের এবারকার প্রতিযোগিতায় ছয়টি বিশেষ বিভাগে আরো দশটি ভাষার ব্লগারদের সঙ্গে লড়ছেন বাংলা ব্লগাররা৷ সেরা ব্লগ বিভাগে রয়েছেন সাবরিনা সুলতানা৷ শুরুতে বেশ পিছিয়ে থাকলেও মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত ভোটে বেশ উপরে উঠে এসেছেন চট্টগ্রামের এই ব্লগার৷ বর্তমানে তার পক্ষে ভোট রয়েছে ২১ শতাংশ৷ আদিবাসী বাংলা ব্লগ মানবাধিকার বিভাগে ৩২ শতাংশ ভোট নিয়ে শীর্ষে অবস্থান করছে এখন৷ তবে, ভোট চলবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত৷ তাই, ইউজার ভোটে জিততে হলে লড়াই চালাতে হবে শেষ মুহূর্ত অবধি৷

বাংলা ব্লগারদেরকে ভোট দেওয়ার প্রক্রিয়াটি বেশ সহজ৷ এজন্য ভিজিট করুন thebobs.com ওয়েবসাইট৷ এরপর সেখানে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ সাইটটির ‘‘ইন দ্য ক্যাটেগরি'' ঘরে বিভাগ নির্বাচন করুন এবং ‘‘আই ভোট ফর'' ঘরে বাংলা ব্লগারদের খুঁজে নিন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতাম৷

Screenshot sabrina.amarblog.com Flash-Galerie
সেরা ব্লগ বিভাগে লড়ছে সাবরিনা’র বাংলা ব্লগছবি: sabrina.amarblog.com

ডয়চে ভেলের এই প্রতিযোগিতার অন্যান্য বিভাগ মানে ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ফর সোশ্যাল গুডস' বিভাগে লড়ছেন মেহেদী হাসান খান৷ ‘বেস্ট সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন'-এ আছেন অমি রহমান পিয়াল৷ ‘রিপোটার্স উইদআউট বডার্স' বিভাগে আবু সুফিয়ান৷ আর বেস্ট ভিডিও চ্যানেল-এ লড়ছেন শাহজাহান সিরাজ৷ এদের সবারই প্রতিদ্বন্দ্বী অন্যান্য ভাষার ১০টি করে ব্লগ৷ তাদেরকে ভোট দেওয়া যাবে ১১ই এপ্রিল পর্যন্ত৷

সেরা বাংলা ব্লগ বিভাগেও কিন্তু লড়াই বেশ জমে উঠেছে৷ মঙ্গলবার দুপুর নাগাদ এই বিভাগে শীর্ষে ছিলেন আরিফ জেবতিক এবং আইরীন সুলতানা৷ দু’জনের পক্ষেই ভোট পড়েছে ২৭ শতাংশ করে৷ এই বিভাগে বর্তমানে তৃতীয় অবস্থানে আছেন ব্লগার ইমন জুবায়ের, তাঁর পক্ষে ভোট পড়েছে ১৮ শতাংশ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক