1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

২৭ মে ২০১০

২০০৪ সালে ব়্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ব়্যাবের কার্যক্রম শুরুর পর থেকেই অভিযোগ ওঠে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের৷

https://p.dw.com/p/NYw4
ব়্যাবের ভূমিকা নিয়ে বিতর্ক কাটছে নাছবি: DPA

সাম্প্রতিক সময়ে শুধু ক্রসফায়ার নয় , সাজানো মামলায় হয়রানি, অপহরণ এমনকি খুন-গুমের মত অভিযোগ উঠেছে ব়্যাবের বিরুদ্ধে৷ এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে জানান আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নুর খান৷

ব়্যাবের বিরুদ্ধে ভূক্তভোগীরা আদালতে মামলাও করছেন৷ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, ব়্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন৷ যাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের ভার তাদের হাতে দিলে নিরপেক্ষ হবে না৷

সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান শুভ্র সাবেক চার দলীয় জোট সরকারের আমলে ব়্যাব গঠনের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তোলেন৷ তাঁর অভিমত, জন নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব়্যাব গঠন করা হলেও তারাই এখন জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন৷

আইন ও শালিস কেন্দ্রের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ব়্যাবের ক্রসফায়ারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৬০০ ব্যক্তি৷ ব়্যাবের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রয়েছে ২০টি৷ ব়্যাবের দেয়া তথ্য অনুযায়ী এপর্যন্ত ৭৮৪ ব়্যাব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন