1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায়

১৯ জানুয়ারি ২০১১

চট্টগ্রাম ও সিলেট বিভাগে পৌর নির্বাচন, শেয়ারবাজারে ফের লেনদেন বন্ধ, ব়্যাব নিয়ে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন এসবই আজকের ঢাকার প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/zzPv
ব়্যাব সদস্যছবি: DW/Harun Ur Rashid Swapan

গার্ডিয়ান

ব়্যাব নিয়ে এবার একটি অনুসন্ধানী প্রতিবেদন ছেপেছে গার্ডিয়ান৷ এর আগে উইকিলিক্স থেকে তথ্য নিয়ে প্রতিবেদন ছাপানো হয়েছিল৷ গতকাল প্রকাশিত এই প্রতিবেদনে ব্রিটিশ নাগরিকরা কীভাবে ব়্যাবের হাতে নির্যাতিত হয়েছে তা তুলে ধরা হয়েছে৷ এছাড়া প্রাক্তন লেবার সরকারের কে কে ব়্যাবকে সহযোগিতা করেছিল তাও তুলে ধরা হয়েছে৷ ইত্তেফাকে ছাপা হয়েছে সংবাদটি৷

পৌর নির্বাচন

পৌর নির্বাচন নিয়ে দু'ধরনের প্রতিবেদন ছাপা হয়েছে৷ যেমন কোনো কোনো পত্রিকা নির্বাচনের ফলকেই প্রধান শিরোনাম করেছে৷ আবার কেউ কেউ নির্বাচনে সহিংসতার ঘটনাকে বেশি গুরুত্ব দিয়েছে৷ যেমন সমকালের শিরোনাম ‘শেষ দিনে অঘটন: কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, বোমাবাজি, ও সংঘর্ষ'৷ আর কালের কন্ঠের শিরোনাম ‘পুরনো চেহারায় ভোট'৷ এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, পৌর নির্বাচন প্রায় শেষের দিকে৷ আর মাত্র কয়েকটি পৌরসভায় নির্বাচন বাকি রয়েছে৷ এখন পর্যন্ত ২৩৫টি পৌরসভার ফল ঘোষণা করা হয়েছে৷ এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৩ পৌরসভায়, আর আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন ৮৮টি পৌরসভায়৷ এছাড়া ঢাকা বিভাগে সরকারি দল কেন আশানুরূপ ফল পায়নি, সে বিষয়ে একটি বিশ্লেষণধর্মী লেখা ছেপেছে সমকাল৷

শেয়ারবাজার

কালের কন্ঠ বলছে, দুপুর ১টা ৪০ মিনিটে লেনদেন বন্ধ করে দেয়ার পর বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি বৈঠকে বসে৷ সেখানে কিছু সিদ্ধান্ত নেয়া হয়৷ যেমন ১০০ টাকা মূল্যের সব শেয়ারকে ১০ টাকা করার ঘোষণা দিয়েছে এসইসি৷ এছাড়া নিবন্ধিত ব্রোকারদের জন্য জামানতবিহীন শেয়ার কেনার সীমা ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাচ্ছে সমকাল৷ এছাড়া কেন বারবার এভাবে লেনদেন বন্ধ করে দিতে হচ্ছে, সে ব্যাপারে দু'জন শেয়ারবাজার বিশেষজ্ঞের মতামত ছেপেছে কালের কন্ঠ৷ তারা দু'জনই তারল্য সংকটকে এর জন্য দায়ী মনে করছেন৷ এবং বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঐ দুই বিশেষজ্ঞ৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী