1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাপ গান গেয়ে বিস্কুট বিক্রি

৬ ফেব্রুয়ারি ২০১৯

ব়্যাপ গান গেয়ে কুকি বিস্কুট বিক্রি করে ভাইরাল হয়েছেন এক মার্কিন গার্ল স্কাউট৷ অ্যামেরিকার বিখ্যাত ব়্যাপার কার্ডি বি'র সুপার হিট গান ‘মানি' গেয়েছেন লস এঞ্জেলেসের এই বালিকা৷

https://p.dw.com/p/3CoLd
US-Rapperin Cardi B
ছবি: picture-alliance/Zumapress/A. Marchini

৩ ফেব্রুয়ারি গার্ল স্কাউটসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আপলোড করা এ ভিডিওতে দেখা যায়, কিকি পাশাল নামের এক কৃষ্ণাঙ্গ বালিকা ছাদ সমান উঁচু বিস্কুটের বাক্সের মধ্যে বসে আছে৷

এক পর্যায়ে সে ব়্যাপের তালে গান গাইতে থাকে. গানের মূল কথা হলো, ২০১৪ সাল থেকে সে এই কাজ করছে৷ সবাই যাতে তার থিন মিন্ট না সিমোরস বিস্কুট কেনে এবং বাসায় গেলে যাতে তাঁর জন্য দরজা খুলে দেয়৷

গানের কথায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমার দলের মেয়েদের টাকা দরকার, তাই বিস্কুট বিক্রি করে টাকা কামাচ্ছি৷ আমার দলে অনেক মেয়ে আছে, আর আছে ছাদ পর্যন্ত বিস্কুট৷''

পাশাল নিজেও র সদস্য৷ আর সে যে বিস্কুটগুলো বিক্রি করছে, সেগুলোও গার্ল স্কাউটসের৷

বিভিন্ন এলাকায় গার্ল স্কাউটসের বিক্রি করা নানা দ্রব্য থেকে প্রাপ্ত অর্থ সেই এলাকাতেই মেয়েদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে খরচ করা হয়৷ কিছু অংশ প্রধান দপ্তরে জমা হয়, যা দিয়ে বছর জুড়ে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে গার্ল স্কাউট৷

টুইটারে আপলোড করা ভিডিওটি তিন দিনেই দেখা হয়েছে প্রায় ২৫ লাখ বার৷ ৭০ হাজারেরও বেশি লাইকের পাশাপাশি ভিডিওটি রিটুইট করেছেন ২০ হাজারেরও বেশি মানুষ৷

এডিকে/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য