1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বসনিয়া : শীতে কাবু অভিবাসনপ্রত্যাশীরা আরো অনিশ্চয়তায়

৩০ ডিসেম্বর ২০২০

শীত সইতে না পেরে লিপা শিবির ছাড়ছেন অভিবাসনপ্রত্যাশীরা৷ তাদের সাময়িকভাবে নিরাপদ আশ্রয়ে নেয়ার সর্বসম্মত সিদ্ধান্তও নিতে পারছে না বসনিয়া সরকার৷

https://p.dw.com/p/3nN6V
ছবি: Amar Mehic/AA/picture alliance

প্রচণ্ড শীতের মধ্যে মঙ্গলবার বসনিয়ার লিপা শিবির ছাড়তে শুরু করেন কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীদের একটি অংশ বাসে উঠে ক্রোয়েশিয়া সীমান্ত সংলগ্ন শিবিরটি ছেড়ে যাওয়ার অপেক্ষা করছেন৷

এর আগে বসনিয়ার নিরাপত্তা মন্ত্রী সেলমো চিকোটিচ জানান, সারায়েভোর ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ব্রাডিনা শহরের পুরোনো একটি সামরিক ভবনে অভিবাসনপ্রত্যাশীদের সাময়িকভাবে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ তবে স্থানীয় সংবাদ মাধ্যম ক্লিক্সকে তিনি আরো জানান, এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে মতবিরোধ রয়েছে৷

পরে বসনিয়ার অর্থমন্ত্রী ভেকোস্লাভ বেভান্ডা দাবি করেন, অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে আদতে সেরকম কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি৷ তিনি বলেন, ‘‘ সেরকম ‘সাময়িক' কোনো সিদ্ধান্তেরও অস্তিত্বই নেই৷''

জাতিসংঘের কর্মকর্তা পেটার ভন ডেয়ার আউভারার্টের আশঙ্কা, এমন পরিস্থিতিতে অভিবাসনপ্রত্যাশীদের হয়ত বাসেই কাটাতে হবে সারারাত৷

ব্রাডিনায় প্রতিবাদ

চিকোটিচ লিপার পরিস্থিতিকে ‘চরম মানবিক সংকট' হিসেবে বর্ণনা করে অভিবাসনপ্রত্যাশীদের ‘উষ্ণতা, খাবার এবং ন্যূনতম স্বাস্থ্যসম্মত পরিবেশ' দেয়ার জন্য যে কোনো দালানের ভেতরে নেয়ার ওপর জোর দেন৷ তবে তার এমন বক্তব্যের পরই ব্রাডিনায় শুরু হয় প্রতিবাদ৷ স্থানীয় দৈনিক অসলোবোদিয়েনে-র খবর অনুযায়ী, চিকোটিচের বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়দের একাংশ৷

ডার্কো ইয়ানেভিচ/এসিবি