1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষায় আবার গৃহহীন হবে আইলা ক্ষতিগ্রস্তরা

২৬ জুন ২০০৯

বাংলাদেশে এবারের বর্ষা মৌসুমে কয়েক হাজার মানুষ নতুন করে গৃহহীন হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি আন্তর্জাতিক দাতা সংস্থা এবং জাতিসংঘ৷

https://p.dw.com/p/IbWb
ছবি: picture-alliance/ dpa

সংস্থাগুলো বলছে, ঠিক কত সংখ্যক লোক এবারের বর্ষায় গৃহহীন হবে তা এখনই হিসাব করে বলা সম্ভব নয় ৷ তবে গত ২৫ মে বাংলাদেশের দক্ষিণাংশে ঘূর্ণিঝড় আইলার কারণে যারা ঘর হারিয়েছেন , তাদের একটি বিরাট অংশ এবারের বর্ষায় আবার গৃহহীন হবেন৷

আইলার কারণে বাংলাদেশে ৭৫হাজার পরিবার অথবা তিন লাখ ৭৫ হাজার মানুষ গৃহহীন হয়েছিল৷ যাদের কেউ কেউ ঘরে ফিরলেও বেশিরভাগেরই ঘরবাড়ি এবং পশুসম্পদ সবই এখন পানির নিচে৷ তারা এখন কোন আশ্রয় শিবিরে বা রাস্তার উপর অস্থায়ী ভাবে আশ্রয় নিয়েছেন৷ এমনকি আইলাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চার হাজার কিলোমিটার রাস্তা৷ যেগুলো প্রতিদিন দুইবার জোয়ারের পানিতে ডুবে যায়৷

আন্তর্জাতিক সংস্থা অক্সফামের বাংলাদেশ প্রধান হেদার ব্ল্যাকওয়েল একটি সংবাদ সংস্থাকে বলেছেন, বাংলাদেশে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে ৷ আর এই সময় বহু জমি , রাস্তাঘাট এমনকি বসতভিটাও পানির নিচে থাকে ৷ তাই আইলাতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে এখনো ঘরে ফিরতে পারেননি , তাদের জন্য এবারের বর্ষা ভয়াবহ এক পরিস্থিতি নিয়ে আসছে৷

বাংলাদেশের খাদ্য এবং দূর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক, সংবাদ সংস্থাটিকে যদিও বলছেন, আইলার কারণে ২৭৩ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশিরভাগ মানুষই ঘরে ফিরে গেছেন৷

এদিকে জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের বাংলাদেশ প্রধান, আমিনুল ইসলাম সরকার পক্ষের সঙ্গে দ্বিমত পোষন করে বলেছেন, ৭৫হাজার পরিবারের মধ্যে ২৫ হাজার পরিবার এখনো নদীর বাধেঁর উপর আছেন৷তিনি সংবাদ সংস্থাটিকে জানান, পরিস্থিতি এই রকম চলতে থাকলে এবারের বর্ষাও তাদের পক্ষে ঘরে ফেরা সম্ভব হবেনা৷

আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে , বাংলাদেশে যেসব জায়গায় প্রতি বছরই ঘূর্ণিঝড় হয় সেই সব এলাকার মানুষের ঝড় থেকে বাঁচার কিছু নিজস্ব পদ্ধতি আছে ৷ তবে এগুলো খু্বই পুরাতন৷ সরকারের উচিত ঐসব এলাকার মানুষকে আধুনিক ঝড় নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় নিয়ে আসা৷

প্রতিবেদক: ঝুমুর বারী, সম্পাদনা: আবদুস সাত্তার