1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষবরণে সহিংস ঘটনা

১ জানুয়ারি ২০১৯

বর্ষবরণের আনন্দ উৎসবে বিষাদ হয়ে ধরা দিলো জাপান, জার্মানি ও ব্রিটেনে হামলার ঘটনা৷ জার্মানি ও জাপানে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় ১৩ জন আহত ও ব্রিটেনে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছে৷

https://p.dw.com/p/3Arvk
Deutschland Mann fährt in Fußgängergruppe
ছবি: picture-alliance/dpa/M. Kusch

জার্মানির এসেন প্রদেশের রুর শহরে নববর্ষ শুরুর আগের রাতে এই গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটে৷ পুলিশের বর্ণনা থেকে জানা যায়, ৫০ বছর বয়সি এক ব্যক্তি তার গাড়ি নিয়ে উঠিয়ে দেন পথচারীদের ওপর৷ এ ঘটনায় চার পথচারী আহত হয়েছেন৷ আহতরা আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক৷

পুলিশ জানিয়েছে, গাড়ির চালক উগ্র জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী৷ গ্রেফতার করার পরেও তিনি বর্ণবাদী কথা বলছিলেন৷ স্থানীয় পুলিশ আরো জানায়, এসেনের এই বাসিন্দা মানসিক রোগে ভুগছে বলে তথ্য পাওয়া গেছে৷ 

টোকিওতে গাড়ি চাপায় আহত ৯

এদিকে সোমবার রাতেই ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত‌্যাচেষ্টা চালায় কাজুহিরো কুসাকাবে নামে ২১ বছরের তরুণ৷ এতে ৯ জন গুরুতর আহত হয়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷

 পুলিশ জানায়, টোকিওর হারাজুকু জেলার তাকেশিতা ডোরি স্ট্রিটে এই  হামলার ঘটনা ঘটে৷ তাকেশিতা নামের এই সড়কটি উৎসবের জন্য বিখ্যাত৷ সেখানে সব আয়োজনে গাড়ি প্রবেশ নিষেধ৷

হামলার পরপরই তরুণটি গাড়ি ফেলে পালিয়ে যায়৷ পরে উৎসবে আগত পথচারীরা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে৷

আইএস জঙ্গির বয়ানে জার্মানিতে হামলা পরিকল্পনা

ম‌্যানচেস্টারে ছুরিকাঘাতে পুলিশসহ আহত ৩

এছাড়া ব্রিটেনের ম্যানচেস্টারের একটি ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশসহ তিনজন আহত হয়েছে৷ বর্ষবরণের উৎসব শুরু হওয়ার আগে স্থানীয় সময় রাত ৯টায় এ হামলার ঘটনা ঘটে৷ পুলিশ এই হামলাকে বলে আখ্যায়িত করেছে৷

স্থানীয় পুলিশের প্রধান ইয়ান হফকিন্স জানান, ঘটনাস্থল থেকে দুটো ছুরি উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীকে গ্রেপ্তারের লক্ষ্যে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে৷ তিনি আরো বলেন, আহতদের মধ্যে দু'জন বয়স্ক দম্পতি৷ তাঁরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ আহত নারীটির কপালে ও তলপেটে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে৷ অন্যদিকে আহত ট্রাফিক পুলিশের কাঁধে কয়েকটি সেলাই দিয়ে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷

এদিকে স্যাম ক্ল্যাক নামে এক প্রতক্ষ্যদর্শী টুইটারে হামলার বর্ণনা দিয়েছেন৷ তিনি বলেন, হামলাকারী গালাগালি করছিলেন৷ তিনি বলছিলেন, ‘‘যতদিন ব্রিটেন অন্যান্য দেশে বোমা হামলা চালাবে, ততদিন এই ধরনের হামলা হবে৷''

এফএ/এসিবি (এফপি, এপি, রয়টার্স, ডিপিএ)