1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনানীর রাস্তায় মালিকবিহীন পোর্শে গাড়ি

৩১ ডিসেম্বর ২০২১

রাজধানীর বনানীতে গভীর রাতে বেসামাল এক পোর্শে গাড়ি দুর্ঘটনায় পড়ায় গাড়ি ফেলেই পালিয়ে গেছেন চালক৷ ঝকঝকে গাড়ির ডান পাশ দুমড়ে-মুচড়ে গেছে৷

https://p.dw.com/p/451FD
প্রতীকী ছবিছবি: Sebastian Gollnow/dpa/picture alliance

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিন নিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, শুক্রবার ভোরে বনানীর ১১ নম্বর সড়কে ঢোকার মুখে রাস্তার অর্ধেক জুড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটি পোর্শে গাড়িকে৷

রাত ৩টার দিকে দ্রুত গতিতে আসা গাড়িটি সজোরে এসে রোড ব্যারিকেডগুলো উড়িয়ে দিয়ে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায় বলে জানিয়েছেন আশপাশের ভবনের নিরাপত্তা কর্মীরা৷

উল্টো পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা বনানী থানা পুলিশের টহল দলের ইনচার্জ উপ পরিদর্শক হাফিজুল ইসলাম জানান, তারা আসার পর গাড়িটি ওভাবেই পড়ে থাকতে দেখেন এবং সেখানে চালক, মালিক বা দাবিদার কাউকে পাওয়া যায়নি৷

গাড়িতে শুধু একজনই ছিল বলে ফুটপাতের দোকানের এক কিশোর কর্মী মারুফ জানান৷ তার ভাষায়, ‘‘রাস্তার ওই পারে গাছে ঘষা খায়া ছ্যাচড়াইতে ছ্যাচড়াইতে এই পর্যন্ত আইছে৷ যেই ব্যাডা গাড়িত আছিল, হ্যাতে পুরাই টাল৷ গাড়িত্তে নাইমা হাইট্টা হাইট্টা গেল গিয়া৷ কয় গাড়ি গেলে যাক, একটা গেলে আরেকটা আইব৷”  

পোর্শে গাড়িটি জার্মানির তৈরি ৭১৮ বক্সস্টার কনভার্টিবল৷ ৩০০ হর্সপাওয়ারের টার্বোচার্জড ইঞ্জিনের এই গাড়ি ৪ দশমিক ৯ সেকেন্ডে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে৷ 

গাড়ি বিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে এই মডেলের নতুন গাড়ির দাম ৬৬ হাজার ডলার, আর ভারতে এই গাড়ির মূল্য সোয়া কোটি রুপি৷

গত কিছুদিনে রাজধানীর অভিজাত এলাকায় এরকম কয়েকটি দামি গাড়ির দুর্ঘটনা ঘটে আলোচনার জন্ম দিয়েছে, ঘটেছে প্রাণহানির ঘটনাও৷ গত মাসে মহাখালীতে একটি পাজেরো এসইউভি উল্টে যাওয়ায় মারা যায় দুই তরুণ এবং সাবেক সেনাপ্রধানের ছেলে গুরুতর আহত হন৷ এ ঘটনার কয়েকদিন পর বনানীতে একটি মার্সিডিজের ধাক্কায় গুরুতর আহত হন অটোরিকশার তিন আরোহী৷ এছাড়াও ডিসেম্বরের শুরুতে রাজধানীর বিমানবন্দর সড়কে এক বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পুলিশ সার্জেন্টের বাবা মোটরসাইকেল আরোহী সাবেক বিজিবি সদস্য৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান