1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনানীর আগুনে গাফিলতি সবার: পুলিশ

৩১ মার্চ ২০১৯

ঢাকার বনানীর ফারুক রূপায়ণ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজউক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার গাফিলতি রয়েছে৷ রোববার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/3FxvH
Bangladesh Dhaka Hochaus-Brand
ছবি: picture-alliance/AP Photo/M.H. Opu

পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান আবদুল বাতেন বলেছেন, ‘‘আমরা এই মামলায় রাজউক, জমির মালিক, আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান রূপায়ণ—এদের কার কী দায়িত্ব ছিল, কার কী অবহেলা ছিল, তা খতিয়ে দেখব৷ এটা সত্য যে যার যার নির্দিষ্ট ভূমিকা পালন না করায় এ ঘটনা ঘটেছে৷''

মামলা ও গ্রেফতার
বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত শনিবার রাতে বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা করেন৷
সংবাদ সম্মেলনে বাতেন সাংবাদিকদের জানান যে, মামলার আসামিদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে৷ তারা হলেন, জমির মালিক এসএমএইচআই ফারুক ও ভবনটির ১৮ থেকে ২৩ তলা'র মালিক বিএনপি নেতা তাজভিরুল ইসলাম৷ ফারুক ভবনের ৪৫ শতাংশেরও মালিক৷
তাজভিরুল ইসলামকে গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, ‘‘রূপায়ণ তাজভিরুল ইসলামকে ফ্লোরগুলো নিবন্ধন করে দেয়নি৷ তিনি দখলস্বত্বে আছেন৷ এ কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷''
ঠিকাদার কোম্পানি রূপায়ণের মালিক লিয়াকত আলী মুকুলকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ তবে লিয়াকত ‘পলাতক' আছেন৷
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর যৌথভাবে নকশা অনুমোদনের জন্য আবেদন করেন ভূমি মালিক ইঞ্জিনিয়ার ফারুক ও রূপায়ণ গ্রুপ৷ তখন রাজউক ১৮ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন দেয়৷ পরে বিএনপি-জামায়াত সরকারের আমলে ২০০১ সালে ভবনটিকে ২৩ তলা পর্যন্ত বর্ধিত করে নির্মাণ করা হয়৷

হেলে পড়েছে এফআর টাওয়ার
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা রোববার বেলা ১১টার দি‌কে ভবন‌ প‌রিদর্শন ক‌রেন৷ প্রাথ‌মিক পরিদর্শন শে‌ষে সাংবাদিকদের তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর টাওয়ার কিছুটা হে‌লে প‌ড়ে‌ছে৷ কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে৷
তারা আরো জানান, তাই সংস্কারের আগে ভবন‌টি ব্যবহার করা যা‌বে না৷ সংস্কারে লাগবে কমপক্ষে তিন মাস৷
কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক মে‌হেদী আহ‌মেদ আনসারী স্থানীয় সাংবাদিকদের ব‌লেন, বাংলা‌দেশ ইমারত নির্মাণ বি‌ধিমালা ও ফায়ার সেফ‌টি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবন‌টি ব্যবহার করা যা‌বে না৷
এছাড়া রাজউকের প্রধান প্রকৌশলী আবদুল ল‌তিফ হেলালী জানান, প্রাথ‌মিক প‌রিদর্শন শে‌ষে ভবন‌টির কংক্রিট ও অন্যান্য নির্মাণসামগ্রী পরীক্ষা ক‌রে দেখা হ‌বে৷ ১৮ তলা ভবনটি ২৩ তলা পর্যন্ত করায় কতটা ঝুঁকি তৈ‌রি হয়েছে, তা খ‌তি‌য়ে দেখ‌তেই এই পরীক্ষা-নিরীক্ষা৷

গত বৃহস্পতিবার বনানীর ২৩ তলা ভবনটিতে আগুন লাগে৷ এতে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অর্ধ শতাধিক৷ চারটি তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷

জেডএ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য