1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনগাঁয় বিস্ফোরণ, মৃত বালক

৫ জুন ২০২৩

এগরা, বজবজের পর এবার বিস্ফোরণ বনগাঁয়। মৃত ১২ বছরের এক বালক।

https://p.dw.com/p/4SBq3
Indien | Explosion in Budge Budge
ছবি: Satyajit Shaw /DW

সোমবার সকালে শৌচাগারে গিয়েছিল ওই বালক। আর তখনই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই শৌচালয়ে বোমা রাখা ছিল। ওই বালক কোনোভাবে বোমায় হাত দিয়ে ফেলে। আর তার থেকেই বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের পর দ্রুত ওই বালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

একের পর এক বিস্ফোরণ ঘটছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এর আগে মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। ঘটনার তদন্তে নেমে অনুমান করা হচ্ছে, ওই কারখানায় বাজির পাশাপাশি বোমাও তৈরি করা হতো। এরপর বজবজে বিস্ফোরণ হয়। সেখানেও বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। বনগাঁর বিস্ফোরণের সঙ্গে অবশ্য বাজির কোনো যোগ নেই। সেখানে বোমা রাখা ছিল শৌচালয়ের ভিতরে।

প্রত্যক্ষদর্শী এক ব্য়ক্তি ডয়চে ভেলেকে জানিয়েছেন, ওই শৌচালয়টিতে বোমা মজুত করে রাখা হচ্ছিল। তবে কারা তা রেখেছে, এখনো তা স্পষ্ট নয়। পুলিশও এবিষয়ে এখনো কিছু জানায়নি।

বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এভাবেই রাজ্যজুড়ে বোমা তৈরি ও মজুত করছে শাসকদল। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এসজি/জিএইচ (পিটিআই)