1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় রকমের এক সন্ত্রাসী হামলা ঠেকানো গেল

১৩ অক্টোবর ২০১১

হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের পার্কিং এলাকায় একটি গাড়ি থেকে পুলিশ উদ্ধার করে পাঁচ কেজি শক্তিশালী বিস্ফোরক, ডিটোনেটর ও টাইমার৷ পুলিশের সন্দেহ, দীপাবলির আগে দিল্লিতে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল সন্ত্রাসীরা৷

https://p.dw.com/p/12rLq
হরিয়ানায় পুলিশ উদ্ধার করে পাঁচ কেজি শক্তিশালী বিস্ফোরক, ডিটোনেটর ও টাইমারছবি: dapd

দীপাবলির কয়েকদিন আগে দিল্লিতে এক বড় রকম বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল সন্ত্রাসীরা৷ সেই চক্রান্ত ব্যর্থ করে দেয় গোয়েন্দা পুলিশ৷ গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের বাইরে পার্কিং-এর জায়গায় নীল রঙের একটি পরিত্যক্ত ইন্ডিকা গাড়ি থেকে পুলিশ উদ্ধার করে দুটি প্যাকেটে পাঁচ কিলো আরডিএক্স বিস্ফোরক, পাঁচটি ডিটোনেটর ও দুটি টাইমার৷

দিল্লি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অরুণ কাম্পানি আজ সংবাদ মাধ্যমকে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর আসে লস্কর-ই-তৈয়বার এক দল জম্মু কাশ্মীরে সক্রিয়৷ তারা দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র করছে৷ তদন্তে জানা গেছে, এই বিস্ফোরক বাব্বর খালসা ইন্টারন্যাশালকে দেবার কথা ছিল৷ গাড়িতে জম্মুর দুটি সংবাদপত্র এবং মিষ্টির একটি খালি বাক্স পাওয়া যায়৷

Kaschmirkonflikt verschärft sich FLASH Galerie
গোয়েন্দা এজেন্সির ধারণা, ভারতে সন্ত্রাসী হামলায় যুক্ত হয়েছে এক নতুন মাত্রা৷ছবি: picture-alliance / dpa

হরিয়ানা পুলিশ প্রধান রঞ্জু দালাল জানান, গাড়ি থেকে বিস্ফোরক, ডিটোনেটর, টাইমার পাওয়া গেছে৷ হরিয়ানা পুলিশের বিশেষজ্ঞ দল মধুবন থেকে ঘটনাস্থলে পৌঁছেছে৷ তাঁরা সবকিছু পরীক্ষা করছেন৷ তবে গাড়ির নম্বর প্লেট জাল৷ সম্ভবত এটি চোরাই গাড়ি৷ সন্দেহ করা হচ্ছে, দীপাবলির আগে দিল্লির ভিড়ে ভরা কোন বাজার এলাকায় এই হামলার চক্রান্ত ছিল৷ তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে৷ বিস্ফোরক পদার্থ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

এদিকে সন্ত্রাস-বিরোধী বিশেষ বাহিনী জাতীয় নিরাপত্তা স্কোয়াড এনএসজি ঘটনাস্থলে পৌঁছে গেছে৷ তাদের মতে, যেহেতু জায়গাটা আম্বালা ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে, তাই সামরিক স্থাপনবাও সন্ত্রাসীদের নিশানা হতে পারে৷

গোয়েন্দা এজেন্সির ধারণা, পাঞ্জাব-ভিত্তিক বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে এবার হাত মিলিয়েছে লস্কর-ই-তৈয়বা৷ ভারতে সন্ত্রাসী হামলায় যুক্ত হয়েছে এক নতুন মাত্রা৷ এতে উদ্বিগ্ন সরকার এবং নিরাপত্তা বাহিনী৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য