1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৫ রোহিঙ্গা নিহত

১১ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের কাছে ট্রলার ডুবে অন্তত ১৫ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে৷ তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/3XZvg
ফাইল ছবিছবি: Reuters

ট্রলারডুবিতে নিহতদের মধ্যে চার শিশু আর বাকিরা নারী বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সেন্ট মার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘ঘটনাস্থল থেকে ৭০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷ কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে৷’’

স্থানীয় সূত্রের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার আশায় রোহিঙ্গাদের একটি দল সোমবার গভীর রাতে টেকনাফের নোয়াখালীপাড়া থেকে মাছ ধরার দুটি ট্রলারে চেপে রওনা হয়৷ ভোরের দিকে একটি ট্রলার ডুবতে শুরু করলে জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়৷ এরপর শুরু হয় উদ্ধার তৎপরতা৷

এখনো কয়েকজন রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা নাঈম উল হক৷

এআই/জেডএইচ

গতবছরের সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...