1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে যত উদ্যোগ

১৯ অক্টোবর ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে বছরব্যাপী উদ্যোগ নিয়েছে সরকার৷ দেশে সাংস্কৃতিক, সাহিত্য ও ক্রীড়া উৎসবের পাশাপাশি সরকারি সেবা সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে৷ পাশাপাশি দেশের বাইরেও আয়োজন করা হবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এইসব কর্মসূচী চলবে ১৭ মার্চ ২০২০ সাল থেকে পরবর্তী এক বছর৷

https://p.dw.com/p/3RZNG

এ বিষয়ে ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন জার্মানি সফররত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী এবং জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত