1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর অনুষ্ঠানে ভিডিওতে থাকছেন মোদী

১৭ মার্চ ২০২০

করোনা আতঙ্কে বাংলাদেশ সফর বাতিল হয়েছে, তা সত্ত্বেও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

https://p.dw.com/p/3ZYKM

মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ঢাকায় শুরু হচ্ছে মুজিব-বর্ষের অনুষ্ঠান। আগে ঠিক ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু করোনার আতঙ্কে ঠিক হয়, বিদেশি অতিথিরা আর বাংলাদেশে যাবেন না। আপাতত ছোট করে বঙ্গবন্ধুর শতবর্ষের অনুষ্ঠান হবে। শেষ মুহূর্তে মোদীর ঢাকা সফর বাতিল হয়। অবশ্য তারপরেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী মোদী। তবে বাংলাদেশে তিনি যাচ্ছেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দেবেন এই অনুষ্ঠানে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেবেন। তবে কোনও জনসমাগম ছাড়াই এই অনুষ্ঠান হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে মোদীর যোগ দেওয়া নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্ক হয়েছে। লোকে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। বিশেষ করে দিল্লি হিংসার পরিপ্রেক্ষিতে মোদীর সফর নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ বেড়েছিল। তবে করোনার জন্য সফর বাতিল হয়ে যাওয়ায় বিতর্কও ধামাচাপা পড়ে যায়। তাই সম্ভবত এ বার আগে থেকে ভিডিও-বার্তার মাধ্যমে মোদীর অংশ নেওয়ার খবর জানানো হয়নি। মঙ্গলবার এই অনুষ্ঠান হবে, সোমবার রাতে এই ঘোষণা করা হয়েছে।

মোদী নিজেও একটি টুইট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে তিনি ভিডিওর মাধ্যমে ভাষণ দেবেন। সেই সঙ্গে বঙ্গবন্ধু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সাহস ও বাংলাদেশের উন্নতিতে তাঁর অতুলনীয় অবদানের জন্য সকলে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। 

জিএইচ/এসজি (পিআইবি)

১৭ জানুয়ারির ছবিঘরটি দেখুন...