1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইয়ের ফেরিওলা হায়দার

৪ নভেম্বর ২০১৯

ঢাকার রাস্তায় বই ফেরি করেন হায়দার৷ এক হাত না থাকলেও বাকি হাতে গামছা বেধে অভিনব কায়দায় সাজিয়ে নেন দেশি-বিদেশি লেখকদের বই৷ ট্রাফিক জ্যামে কিংবা সিগন্যালে আটকে থাকা গাড়িতে যাতায়তকারীদের কাছে সেগুলো বিক্রি করেন৷ আর এই আয় দিয়েই চলে তার জীবিকা৷ ১৯৮৫ সালে ঢাকায় আসেন হায়দার৷ তাঁর মতে মানুষের অবস্থা যত খারাপই হোক না কেন ভিক্ষা না করে নিজের কষ্টার্জিত আয়েই মেলে প্রশান্তি৷

https://p.dw.com/p/3SRgJ