1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড করলেন নাদাল

১২ জুন ২০১২

রোলঁ গারো’য় এবার আরো একটি অঘটন ঘটালেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল৷ সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতে বিয়ন বিয়র্গের বহুদিনের রেকর্ডটি ভঙ্গ করলেন৷

https://p.dw.com/p/15CaY
ছবি: Reuters

ফ্রেঞ্চ ওপেন ফাইনাল শুরু হয়েছিল রবিবার৷ বাজে আবহাওয়া এর সঙ্গে প্রতিপক্ষ নোভাক জোকোভিচ৷ রবিবার খেলা শেষ হয়নি তাই খেলা চলে সোমবারেও৷ রবিবার তিন সেটের মধ্যে দুটিতে জেতেন নাদাল, শেষটিতে নোভাক৷
সোমবার মাঠে শেষ পর্যন্ত বিজয়ীর হাসিটি ধরে রাখতে সক্ষম হন নাদাল৷ ৬-৪, ৬-৩, ২-৬ এবং ৭-৫ সেটে নোভাক জোকোভিচকে পরাজিত করেন ২৫ বছর বয়সি স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল৷ সেই সঙ্গে নাদালের সাবেক মানস-গুরু সুইডিশ টেনিস তারকা বিয়ন বর্গের ছয় বার ফ্রেঞ্চ ওপেন জেতার রেকর্ডটি ভাঙেন রাফা৷
ফ্রেঞ্চ ওপেন হারার পর জোকোভিচও তার কাঙ্খিত রেকর্ডটি করতে ব্যর্থ হলেন৷ যদি তিনি ফ্রেঞ্চ ওপেন জিততেন তাহলে পরপর চারটি গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুলতেন তিনি৷ আর সেটি হতো একটি রেকর্ড৷ কারণ এর আগে ১৯৬৯ সালে এই রেকর্ডটি হয়েছিল৷ এরপর আর কেউ তা করতে পারেনি৷ এর আগে ২০০৬ এবং ২০০৭ সালে অল্পের জন্য রজার ফেডেরার হাত থেকে ফস্কে যায় রেকর্ডটি৷
এরপর রয়েছে ক্লে ফিল্ডের রাজা নাদাল৷ নাদাল জানান, ‘‘আমি মানসিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠি ক্লে ফিল্ডে৷ কারণ সারাক্ষণই দৌঁড়ের ওপর থাকতে হয়৷ এটা কখনো কখনো এনার্জি কেড়ে নেয়৷ অনেক সাবধানে খেলতে হয়৷ দ্রুত চিন্তা-ভাবনা করতে হয়৷’’
অথচ আগের দিন বৃষ্টির পর মাঠে প্রায় কাদা উঠে গিয়েছিল৷ বল আটকে যাচ্ছিল৷ তার সুযোগ নিয়েছিলেন জোকোভিচ৷ এরপরই নাদাল অভিযোগ করা শুরু করেন, তিনি খেলতে পারছেন না৷ বলের গতির পরিবর্তন হচ্ছে, বল আটকে যাচ্ছে৷ সেই সেটটি জিতে যান জোকোভিচ৷ নাদালের অভিযোগের পরই আম্পায়ার খেলা স্থগিত রাখেন৷
খুব সম্ভবত খেলা সোমবারে টেনে নিয়ে যাওয়াই ছিল নাদালের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট৷ রেস্ট নেয়ার, নিজেকে তৈরি করার, নিজের ভুলগুলো খুঁজে বের করার সময় এবং সুযোগ পেয়েছেন তিনি৷ এটাই ছিল রাফায়েল নাদালের জন্য টার্নিং পয়েন্ট৷ তা স্বীকারও করেছেন নাদাল৷ তিনি জানান, ‘‘আমি এটুকু বলতে পারি যে আমাদের কপাল ভাল ছিল, ভাগ্য ভাল ছিল৷ যদি আমরা খেলা রবিবার বাতিল না করতাম তাহলে আমাকে এবং আমার কোচকে সোজা বাড়ি ফিরতে হতো৷’’
তবে ফ্রেঞ্চ ওপেন জেতার পরপরই টেনিস জগতে একটি প্রশ্ন ছড়িয়ে পড়ে আর তা’ হল, ক্লে কোর্টে রাফায়েল নাদাল কি সর্বসেরা? অথচ নাদাল নিজে কিন্তু ‘সর্বসেরা’ খেতাবে মোটেই আগ্রহী নন৷ শুধু মুচকি হেসে তিনি বলেছিলেন, ‘‘আমি সেরা নই সেটুকু আমি জানি৷’’
প্রতিবেদন: মারিনা জোয়ারদার (এপি)
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

Rafael Nadal und Novak Djokovic French Open
রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচছবি: Reuters