1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সের শহর জুড়ে গ্রাফিটি উৎসবের ছোঁয়া

১০ ডিসেম্বর ২০২১

এককালে গ্রাফিটি ছিল বিদ্রোহী তরুণদের প্রতিবাদের হাতিয়ার৷ আজ শিল্পশাখা হিসেবে এর কদর হচ্ছে৷ ফ্রান্সের লিয়ঁ শহরে এক উৎসব উপলক্ষ্যে উৎসব প্রাঙ্গন ও শহরের সর্বত্র গ্রাফিটি ছড়িয়ে পড়ছে৷

https://p.dw.com/p/446qh
Grafitikunst in Dnipropetrovsk Ukraine Flash-Galerie
ছবি: Julie Ratsibarska

ফ্রান্সের লিয়ঁ শহরে শিল্প উৎসবের নাম ‘সদ্য চুনকাম করা'৷ দুইশরও বেশি শিল্পকর্ম সেখানে তুলে ধরা হচ্ছে৷ দেড় লাখেরও বেশি দর্শক আসবেন বলে অনুমান করা হচ্ছে৷ বিশেষ করে তরুণ শিল্পীদের জন্য এটা একটা বড় সুযোগ৷ পিয়েরিক সেজেরি উৎসবের কর্ণধার৷ তিনি বলেন, ‘‘এ বছর আমদের মাথায় ৫০ শতাংশ স্থানীয় ও ৫০ শতাংশ আন্তর্জাতিক শিল্পীদের আমন্ত্রণের আইডিয়া এসেছিল৷ স্ট্রিট আর্টের ক্ষেত্রে দুটি ধারা রয়েছে৷ কেউ কেউ রাজপথে, অন্যরা বদ্ধ জায়গায় শিল্প সৃষ্টি করেন৷''

‘স্পিরাল' নামের শিল্পী লিঁয় শহরেরই বাসিন্দা৷ ৩৪ বছরের এই পেশাদার শিল্পী স্নিকার জুতো, তেলের আধার ও স্কেটবোর্ডের উপর নিজের সৃষ্টি ফুটিয়ে তুলেছেন৷ এবার তিনি একটি আস্ত ট্রাক বেছে নিয়েছেন৷

এমনকি উৎসব প্রাঙ্গন হিসেবে সাবেক কারখানার বাইরের অংশও গ্রাফিটি শিল্পীরা ছবি এঁকে ভরিয়ে দিয়েছেন৷ বেশিরভাগ শিল্পকর্মই আলাদা করে উৎসবের জন্য সৃষ্টি করা হয়েছে৷ পিয়েরিক সেজেরি নিজে ৩০ বছরেরও বেশি সময় ধরে স্ট্রিট আর্টিস্ট হিসেবে সক্রিয়৷ তিনি লিয়ঁ শহরের এই উৎসবের সহ-উদ্যোক্তা৷ তিনি মনে করেন, ‘‘আমার কাছে স্ট্রিট আর্ট অনন্য এক শিল্পশাখা৷ ‘স্ট্রিট আর্ট' শব্দচয়নও আমার খুব পছন্দ৷ সাধারণত ৯৯ শতাংশ শিল্পীই এই সংজ্ঞা পছন্দ করেন না৷ অথচ শব্দদুটির মধ্যে গোটা দর্শন লুকিয়ে থাকায় আমার সেটি ভালো লাগে৷ প্রথম শব্দটি সরিয়ে নিলেও শিল্প অবশিষ্ট থাকে৷''

ফ্রান্সে ‘সদ্য চুনকাম করা’ উৎসব

স্পিরাল নিজে স্ট্রেস বা মানসিক চাপ সহ্য করতে পারেন না৷ সময়ের চাপে তার পক্ষে সৃজনশীল কাজ করা সম্ভব হয় না৷ তিনি বলেন, ‘‘না, কোনো সমস্যা নেই৷ কাজ শেষ করার জন্য আমার হাতে গোটা সপ্তাহ রয়েছে৷ তার মধ্যে কাজ শেষ করার জন্য আমি সময় ভাগ করে নিয়েছি৷ এখনো পর্যন্ত সব ঠিকমতো এগোচ্ছে৷''

উৎসব প্রাঙ্গনে দর্শকরা সৃষ্টির কাজের সময় শিল্পীদের পর্যবেক্ষণ করতে পারেন৷ অথবা কর্মশালায় অংশ নিয়ে নিজেরাই হাতে স্প্রের টিন তুলে নিতে পারেন৷ গোটা শহরেই স্প্রে করা হচ্ছে৷ সেজেরি বলেন, ‘‘এই প্রকল্প উৎসবেরই অংশ৷ শহরের সর্বত্র ব্যক্তিগত ও পাবলিক জায়গায় ‘স্ট্রিট আর্ট' বিষয়কে কেন্দ্র করে প্রকল্প চলছে৷ একজন শিল্পী এক স্থানীয় গোষ্ঠীর সদস্য৷ তিনিই হয়ত শহরের বেশিরভাগ প্রাচীরে স্প্রে করেছেন৷ তাঁর নাম পেক৷''

লিয়ঁ শহরে স্ট্রিট আর্টের দীর্ঘ ঐতিহ্য রয়েছে৷ গোটা শহরে মিউরাল বা দেওয়াল চিত্র ছড়িয়ে রয়েছে৷ এর মধ্যে কয়েকটি উৎসবের অংশ হিসেবে সৃষ্টি করা হয়েছে৷

কাই হর্স্টমায়ার/এসবি